×

জাতীয়

ঝুঁকিতে দক্ষিণ সুনামগঞ্জের ডাবর মহাসিং সেতু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ০২:৪২ পিএম

ঝুঁকিতে দক্ষিণ সুনামগঞ্জের ডাবর মহাসিং সেতু
সিলেট সুনামগঞ্জে আঞ্চলিক মহা সড়কে ডাবর মহাসিং সেতুর একাধিক ভিত্তিস্তম্ভের (পিলার) সুরক্ষাবেষ্টনী প্রায় পুরোটাই ভেঙ্গে গেছে। কয়েকটিতে স্থানে পিলারের প্রলেস্তা উঠে রড বেরিয়ে গেছে। মহাসিং সেতুর ভিত্তিস্তম্ভ গুলোতে বর্ষা মৌসুমে মহাসিং নদীতে চলমান বড় বড় বালু,ধান পরিবহনে স্টীলের নৌকার আঘাত লেগে মূল সেতু ক্ষতিগ্রস্থ হওয়ার ঝুঁকি সৃষ্টির সম্ভাবনাও রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সঠিক সময়ে বেষ্টনী মেরামত করা না হলে সেতুর ভিত্তিস্তম্ভ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে যেকোনো সময় সেতুতে ঘটতে পারে দুর্ঘটনা। যে সব কারণে ভিত্তিস্তম্বের সুরক্ষা বেষ্টনী গুলোর এ হাল হয়েছে। প্রথমত, বর্ষা মৌসুমে রাতের বেলা চালকের অসতর্কতায় নদীতে চলাচলকারী ট্রলার গুলো প্রায়ই বেষ্টনীতে আঘাত করে। দ্বিতীয়ত, ক্ষতিগ্রস্ত বেষ্টনীগুলোর বেরিয়ে আসা রড বর্ষা মৌসুমে পানির নীচে তলিয়ে যায়। ফলে পানি লেগে পাকা ও লোহার রডের সংযোগ নষ্ট হয়ে যায়। মহাসিং সেতুর নীচ দিয়ে অত্র অঞ্চলের বিষেশ করে বর্ষা মৌসুমে বালির নৌকা,ধানের নৌকা সহ অন্যান্য পন্য নৌকা যোগে জেলা সহ নদী পথে চলাচল করে থাকে। সেতুটির ভিত্তিস্তম্ভের সংখ্যা ৩টি। বর্ষায় এগুলোর সুরক্ষাবেষ্টনী পুরোপুরি নিমজ্জিত থাকলেও শুকনো মৌসুমে ভেসে ওঠে। গত মঙ্গলবার সকালে সরেজমিনে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের ডাবর মহাসিং সেতুর দ্বিতীয় ভিত্তিস্তম্ভের কাছে যেতেই দেখা যায়, এর নিরাপত্তায় দেওয়া শক্ত বেষ্টনীর বেশির ভাগ অংশই ভেঙ্গে গেছে। সিমেন্ট খসে গিয়ে জায়গায় জায়গায় রড বেরিয়ে এসেছে। তুতীয় ভিত্তিস্তম্ভের বেষ্টনীর একই অবস্থা হয়েছে। বর্ষা মৌসুমে আবার জোরে ধাক্কা লাগলে এটি পুরোটাই ভেঙ্গে যেতে পারে বলে মনে করছেন স্থানীয় লোকজন। অন্য বেষ্টনীগুলোরও অবস্থা তেমন ভালো নয়। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে আরো জানা গেছে, ভিত্তিস্তম্ভের সুরক্ষা বেষ্টনীর ক্ষতি রোধের ব্যাপারে কর্তৃপক্ষের কোনো তৎপরতা তারা দেখেনি। শুধুমাত্র ব্রীজের উপরটাই সড়ক ও জনপথ বিভাগ দেখে থাকেন। কিন্তু ব্রিজের পিলার,নিরাপত্তা বেষ্টনী কখনো তারা দেখেন না। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম বলেন, এটা আমার জানা নেই। খোঁজ নিয়ে দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App