×

তথ্যপ্রযুক্তি

উবারের নতুন সেবা উবার ইটস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ০৩:৩০ পিএম

উবারের নতুন সেবা উবার ইটস
ব্যক্তিগত গাড়িতে রাইড শেয়ারিং সেবা জনপ্রিয় হওয়ার পর ঢাকার রাস্তায় নামে উবার মটো। এবার খাবার পৌঁছে দেওয়ার সেবাও চালু হচ্ছে। আগামী মাসে রাজধানীতে খাবার পৌঁছে দেওয়ার এ সেবা নিয়ে আসবে বিশ্বখ্যাত রাইড শেয়ারিং কোম্পানিটি। কয়েক দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খাবার পৌঁছে দেওয়ার সেবা এরই মধ্যে সাড়া ফেলেছে আরেক রাইড শেয়ারিং কোম্পানি পাঠাও। আরেক রাইড শেয়ারিং কোম্পানি সহজও দুই মাস পরীক্ষামূলক সেবার পর মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আগামী মে মাসের মধ্যে সহজ চট্টগ্রামেও এ সেবার পরিধি বাড়ানোর কথা রয়েছে। পাঠাও আগে থেকেই সেখানে খাবার পৌঁছে দেওয়ার কাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক সময়ে বেশ ভালো করছে। একই সঙ্গে নাগরিক জীবনে আগের চেয়ে ব্যস্ততা বেড়েছে। ফলে তাদের রান্না করার এবং রেস্টুরেন্টে গিয়ে খাবার সুযোগ ও সময় কমে আসছে। একই সঙ্গে মানুষের আয় ও জীবনযাত্রার মানও বেড়েছে। এতে গত দুই-তিন বছরের চেয়ে এখন অনেকেই তারা ঘরে বসেই রেস্টুরেন্টের খাবার খেতে পছন্দ করছেন। দেশে ২০১৩ সালের শুরুতে হাঙ্গরি নাকি’র মাধ্যমে ফুড ডেলিভারির যাত্রা শুরু হয়। পরে ফুডপান্ডা এবং ২০১৫ সালে এই তালিকায় যুক্ত হয় পাঠাও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App