×

বিনোদন

৬৭ বছরে পা রাখলেন ফেরদৌস ওয়াহিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ০৪:৪০ পিএম

৬৭ বছরে পা রাখলেন ফেরদৌস ওয়াহিদ
আজ ১২ মার্চ ফেরদৌস ওয়াহিদের জন্মদিন। আজ তিনি ৬৭ বছরে পা রাখছেন। জন্মদিনে সাধারণত ফেরদৌস ওয়াহিদ নিজের গ্রামের বাড়ি বিক্রমপুরের শ্রীনগর থানার দক্ষিণ পাইকশাতে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান। তাদের সঙ্গেই খাওয়া-দাওয়া করেন তিনি। ফেরদৌস ওয়াহিদের বাবা ওয়াহিদ উদ্দিন আহমেদ ও মা উম্মে হাবিবা নূরজাহান। ছয় ভাই তিন বোনের মধ্যে তিনি ভাইদের মধ্যে সবার ছোট। ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব বাংলাদেশের একজন খ্যাতিমান সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক। সিনেমাতে ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লে-ব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির’ সিনেমায়। পরিচালকের লেখা ও আলম খানের সুর-সঙ্গীতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে ‘আমার পৃথিবী তুমি’ গানটি করেন। সিনেমায় তার আলোচিত গান হচ্ছে ‘ওগো তুমি যে আমার কত প্রিয়’, ‘আমি এক পাহারাদার’, ‘শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি। সিনেমার বাইরে তার গাওয়া আলোচিত গান হচ্ছে ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দেনা’। গান তিনটি প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, এই তিনটি গান আমাকে জীবনের প্রায় প্রত্যেকটি স্টেজ শোতেই গাইতে হয়েছে। এই গানগুলো মরনের কোনো খবর নেই। দিন দিন যেন এ গানের জনপ্রিয়তা বাড়ছেই। আবার একটি কথা না বললেই নয়, এখন যতগুলো স্টেজ শোতে যাওয়ার নিমন্ত্রণ পাই সবগুলোতে আমাকে এবং হাবিবকে বাধ্যতামূলকভাবেই থাকতে হয়। এটাও অনেক ভালোলাগা আমার। সন্তানের জন্য আজ গর্বিত আমি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকি, ভালো থাকি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App