×

বিনোদন

প্রতিভাবান তরুণ নির্মাতাদের খোঁজে ‘আগামীর নির্মাতা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ০৩:১৪ পিএম

প্রতিভাবান তরুণ নির্মাতাদের খোঁজে ‘আগামীর নির্মাতা’
এই প্রথম মেরিল প্রথম আলোর উদ্যোগে ফেইম ফ্যাক্টরি আয়োজন করতে যাচ্ছে তরুণ নির্মাতাদের খোঁজে ‘আগামীর নির্মাতা’। যেসব প্রতিভাবান তরুণ নির্মাতারা ফিল্ম বানানোর স্বপ্ন নিজেদের মধ্যে লালন করে, যাদের মধ্যে নিজেদের গল্প পৃথিবীকে ফ্রেমবন্দি করে দেখিয়ে দেবার তীব্র আকাক্সক্ষা রয়েছে কিন্তু সুযোগের অভাবে কিছু করে উঠতে পারছে না তাদের জন্য ‘আগামীর নির্মাতার’ এই প্লাটফর্ম। গত ১০ মার্চ স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং প্রথম আলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে, ঢাকার একটি রেস্তোরাঁয় এই প্রসঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতাদের সাথে বৈঠক আয়োজন করা হয়। মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা চৌধুরী এবং রুবাইয়াত হোসেন দেশের সার্বিক ফিল্ম অবস্থা নিয়ে আলোচনা করেন। গুণী এই নির্মাতারা ‘আগামীর নির্মাতার’ পুরো প্রক্রিয়ার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা বলেছেন। মেরিল প্রথম আলোর উদ্যোগে ফেইম ফ্যাক্টরি তরুণ নির্মাতাদের ফিল্ম বানানোর স্বপ্নকে বাস্তবায়ন করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ১৬ মার্চ। অংশগ্রণকারীদের মধ্যে প্রতিভাবান ১০০ জন তরুণ নির্মাতা পাবে ‘আগামীর নির্মাতা’ প্রতিযোগিতায় দেশসেরা নির্মাতাদের সাথে ওয়ার্কশপ করার সুযোগ। সেখান থেকে বাছাই করা হবে পর্যায়ক্রমে সেরা ১০ জন এবং সেরা ৩ জন। সেরা ৩ জন বিজয়ী পাবে ছবি নির্মাণের সুযোগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App