×

খেলা

আইপিএল দিয়ে ফিরছেন সাকিব!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ০৪:৪৭ পিএম

নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে ইনজুরিতে পড়েন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। যে কারণে তাকে দেশে রেখেই নিউজিল্যান্ড উড়াল দিতে হয় দলের বাকি সদস্যদের। শুরুতে মনে হয়েছিল, ওয়ানডেতে না খেললেও কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া যাবে দেশসেরা অলরাউন্ডারকে। কিন্তু সে সম্ভাবনা ফিকে হয়ে যায় ওয়ানডে সিরিজের পরপরই। এক পর্যায়ে শোনা যায়, অন্তত শেষ টেস্টে খেলবেন সাকিব। কিন্তু কিউইদের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের শেষ টেস্টেও যে তিনি খেলবেন না তা ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টেও খেলা হচ্ছে না সাকিবের- গতকাল এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তবে ইনজুরির কারণে প্রথম দুই টেস্ট খেলতে না পারা মুশফিকুর রহিমকে শেষ ম্যাচের একাদশে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন তিনি। এদিকে আগামী ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসর। এবারের আইপিএলে সাকিব খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের খেলতে না পারা সাকিব কি তবে সানরাইজার্সের জার্সিতে আইপিএলের ম্যাচ দিয়েই দীর্ঘ বিরতির পর ফের ক্রিকেটে ফিরবেন- এই আলোচনা এখন ক্রিকেট পাড়ায়। সাকিবের নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলার কোনো সম্ভাবনাই নেই বলে উল্লেখ করে গতকাল আকরাম খান জানান, আমরা যে মেডিকেল রিপোর্ট পেয়েছি সেটির ওপর ভিত্তি করে বলা যায়, আগামী ২০ মার্চের আগে সে ক্রিকেটে ফিরতে পারবে না। সাকিব অনুশীলন শুরু করবে ২০ মার্চের পর। তখনই দেখা যাবে তার ইনজুরি কী অবস্থায় রয়েছে। তবে তার নিউজিল্যান্ড সফরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App