×

জাতীয়

হিলি সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ০৩:৫৯ পিএম

হিলি সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার
দিনাজপুরের হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে মাদকদ্রব্য নিয়ে প্রবেশের সময় বিজিবির সাথে চোরাকারবারীর সংঘর্ষ। এসময় বিজিবি আত্মরক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে ৬ রাউন্ড ফাঁকা গুলি করেন। সোমবার ভোর রাতে সীমান্তের ২৮৭/২০ এস পিলার থেকে ৩শ গজ দূরে বাংলাদেশ অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার আবু সাঈদ জানান, একদল চোরাকারবারী ভারত থেকে মাদকের বড় একটি চালান নিয়ে দেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করে। পরে তারা বিজিবি সদস্যদেরকে পাল্টা আক্রমন করার চেষ্ঠা করলে বিজিবি সদস্যরা আত্মরক্ষারর্থে ৬ রাউন্ড ফাঁকা গুলি করে। এসময় চোরাকারবারীরা ভারতে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ৫১৭ বোতল ফেন্সিডিল ও ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও গাঁজাগুলি ধ্বংস করনের লক্ষ্যে জয়পুরহাট ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App