×

বিনোদন

হলভর্তি দর্শকের আবেগ আমাকেও ছুঁয়ে গেছে -শ্রাবন্তী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ০৭:৩৫ পিএম

হলভর্তি দর্শকের আবেগ আমাকেও ছুঁয়ে গেছে -শ্রাবন্তী
গত শনিবার বেলা ১১টায় বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে ছিল ‘যদি একদিন’ সিনেমার বিশেষ প্রদর্শনী। ছবিটি উপভোগ করেন পরিচালক মোস্তফা কামাল রাজ, তাহসান, শ্রাবন্তীসহ সংশ্লিষ্ট শিল্পীরা। নিজের অভিনীত ছবিটি দর্শকদের সঙ্গে দেখতে ওপার বাংলা থেকে ছুটে আসেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। সেখানেই সিনেমা প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে- এ দেশের দর্শকের সঙ্গে বসে ‘যদি একদিন’ দেখে কেমন লাগল? শ্রাবন্তী : হলে দর্শকদের হাততালি দেখেই বুঝেছি ছবিটি একেবারে সুপার ডুপার হিট হবে। এই ছবিতে অভিনয় করতে পেরে আমি সত্যিই গর্বিত। ছবির বিভিন্ন সিক্যুয়েন্সে হলভর্তি দর্শকের আবেগ আমাকেও ছুঁয়ে গেছে। আমি শুনেছিলাম, এ দেশে আমার অনেক ভক্ত আছে। আজ ভক্তদের ভালোবাসা কাছ থেকে অনুভব করলাম। আমি মুগ্ধ। সিনেমাটির বিষয়বস্তু সম্পর্কে কিছু বলুন... শ্রাবন্তী : ভালোবাসার বন্ধনকে ঘিরেই এই ছবিটি নির্মিত। এটি একটি পারিবারিক ছবি। ছবিটির মধ্যে সবচেয়ে বেশি স্পর্শকাতর জায়গা বাবা-মেয়ে ভালোবাসার অনুভ‚তি। তাহসান ভালো ফুটিয়ে তুলতে পেরেছেন। শিশুশিল্পী রাইসাকে নিয়ে কী বলবেন? শ্রাবন্তী : ভীষণ মিষ্টি একটা মেয়ে। একসঙ্গে কাজ করতে গিয়ে ছবির গল্পের মতোই ওর সঙ্গে আমার ভীষণ ভাব হয়ে গেছে। আর ছোট রাইসার অভিনয়ের প্রশংসাও না করে পারছি না কারণ এই ছবিতে ও দারুণ অভিনয় করেছে। পুরো ছবিটি রাইসাকে কেন্দ্র করেই নির্মিত। এ দেশের দর্শকদের উদ্দেশ্যে কী বলতে চান? শ্রাবন্তী : এককভাবে বাংলাদেশে আমার প্রথম কাজেই যে আমি এভাবে এত বড় সুযোগ পাব ভাবিনি। পরিচালক রাজসহ আমার সহকর্মীদের অনেক ধন্যবাদ। পাশাপাশি দর্শকদের বলব, এটা সময়োপযোগী একটি ছবি। ভালোবাসায় ভরপুর একটি ছবি। আপনারা হলে আসুন, সিনেমা দেখুন। আমার বিশ্বাস, আপনারা সিনেমাটি উপভোগ করবেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App