×

বিনোদন

রিমেক হবে জনপ্রিয় চার সিনেমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ১১:৪৮ এএম

রিমেক হবে জনপ্রিয় চার সিনেমা
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া এ ছবি ৩০ বছর পর রিমেক করছে জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বঙ্গ’। সম্পূর্ণ আধুনিক ও রঙিন মোড়কে (রিমেক) প্রযোজনা করতে যাচ্ছে ‘বেদের মেয়ে জোসনা’। চমকপ্রদ এই খবরটি জানিয়েছেন ‘বঙ্গ’র পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু। তিনি বলেন, বর্তমান সময়ের চাহিদাকে মাথায় রেখে ‘বেদের মেয়ে জোসনা’ রিমেক হতে যাচ্ছে। শুধু ‘বেদের মেয়ে জোসনা’ নয়, সঙ্গে আরো ৪ ছবি রিমেক করতে যাচ্ছে বঙ্গ। আর চারটি ছবি হলো ‘মনের মাঝে তুমি’ (২০০৩), ‘মোল্লা বাড়ীর বউ’ (২০০৫), ‘গাড়িয়াল ভাই’ এবং ‘নসিমন’। ইতোমধ্যেই সবগুলো ছবির মূল প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আইনগত বিষয়ের উভয় পক্ষের মধ্যে চুক্তির কাজও সম্পন্ন হয়েছে। গত ১৪ ফেব্রæয়ারি ছবিগুলো ডিজিটাল এবং পুনর্নির্মাণের স্বত্ব পুরোপুরি কিনে নিয়েছে বঙ্গ। ‘বঙ্গ’র পরিচালক বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে ব্যবসা সফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’র পুনর্নির্মাণ বিষয়টি বঙ্গ বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে। বর্তমানে চিত্রনাট্যে কিছুটা এদিক সেদিক করা হচ্ছে। নির্মাণের ক্ষেত্রে বর্তমান সময়ের সব আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। মূল চরিত্র নির্বাচনেও থাকবে বড় চমক। মুশফিকুর রহমান মনে করেন, ‘বেদের মেয়ে জোসনা’ পুনর্নির্মাণ সত্যিকার অর্থে একটি বড় চ্যালেঞ্জ। কারণ এই ছবিটি এখনো বাঙালি দর্শক মনে দারুণভাবে জায়গা দখল করে রেখেছে। সময় পাল্টালেও এর আবেদন কমেনি। আর এখানেই কর্তৃপক্ষের মূল চ্যালেঞ্জ। বঙ্গ সবসময় মানুষদের সুস্থ বিনোদন দিতে চায়। নতুন সময়ের দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরতে বঙ্গ সার্বিকভাবে প্রস্তুত। তিনি বলেন, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই ছবিগুলোর কর্ণধারদের প্রতি। কারণ তারা এই ছবিগুলোর পুনর্নির্মাণ এবং ডিজিটাল রাইটসের অনুমোদন দিয়েছেন। আমরা ভীষণভাবে আনন্দিত, বঙ্গের ব্যানারে প্রথম চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে বিখ্যাত ছবি ‘বেদের মেয়ে জোসনা’। শিগগির নতুন করে ‘বেদের মেয়ে জোসনা’র নায়ক-নায়িকা এবং পরিচালকের নাম ঘোষণা করা হবে। আড়ম্বরপূর্ণ আয়োজনে করা হবে এর শুভ মহরত অনুষ্ঠান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App