×

জাতীয়

নেতৃত্বের ঐতিহ্য ধরে রাখতে চায় বামপন্থিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ১১:২৯ এএম

নেতৃত্বের ঐতিহ্য ধরে রাখতে চায় বামপন্থিরা
স্বাধীনতার আগে ও পরে দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃত্বে ছিলেন বামপন্থি ছাত্রনেতারা। ১৯৬৩-১৯৬৪ থেকে ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষ পর্যন্ত ডাকসু নির্বাচনে বামপন্থি প্যানেলের প্রবল দাপট দেখা গেছে। ডাকসুর নেতৃত্ব দেয়া সেই নেতারাই পরবর্তী সময়ে দেশ ও জাতির নেতৃত্বে এসেছেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধেও তাদের ভ‚মিকা ছিল অসাধারণ। নেতৃত্বের এই ঐতিহ্য আজও ধরে রাখতে চায় বামসংগঠনগুলো। এই ধারাবাহিকতায় ২৮ বছর পর আজ সোমবার ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রগতিশীল ছাত্র ঐক্যের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করছে লিটন-ফয়সাল সাদিক প্যানেল। সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের মোর্চা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রীসহ বাম ধারার ৯টি সংগঠন যৌথভাবে নির্বাচন করছে। কেন্দ্রীয় সংসদের ২৫ পদসহ হল সংসদগুলোর বেশির ভাগ পদে প্রার্থীরা লড়াই করছেন। প্যানেলে ভিপি প্রার্থী ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর ও সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি সাদেকুল ইসলাম সাদিক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তচিন্তা ধারণ, শিক্ষায় সমতা, বল প্রয়োগ ও পেশিশক্তির রাজনীতি বন্ধসহ সাধারণ ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার অঙ্গীকার করেছেন প্রার্থীরা। তাদের আশা, ঐতিহ্যের ধারাবাহিকতায় তারা সাধারণ ছাত্রছাত্রীদের সমর্থন পাবেন। জানতে চাইলে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়েজউল্লাহ ভোরের কাগজকে বলেন, ক্যাম্পাসে প্রতিটি ছাত্রছাত্রীর কাছেই আমাদের প্যানেলের বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। সাধারণ ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে প্রগতিশীল ছাত্র ঐক্যের প্যানেলই বিজয়ী হবে। জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজীর বলেন, সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও অধিকার আদায়ে সবচেয়ে বেশি সোচ্চার থেকেছে বামপন্থিরা। হল থেকে শুরু করে সব জায়গায় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় তারা কাজ করেছেন। এসব কারণে তাদের সার্বিক সমর্থন আমরা পাব। তবে উম্মে হাবিবার অভিযোগ, একটি বিশেষ ছাত্র সংগঠনের প্রতি বিশ^বিদ্যালয় প্রশাসনের সহানুভ‚তি অনেকটা বেশি। সে কারণে কিছুটা শঙ্কাও আছে নির্বাচন ঘিরে। ভিপি প্রার্থী লিটন নন্দী বলেন, কেন্দ্রীয় সব পদসহ হল সংসদের বেশির ভাগ পদে আমাদের প্যানেলের প্রার্থী রয়েছে। সাধারণ ছাত্রছাত্রীদের একটা প্রধান দাবি সন্ত্রাস ও পেশিশক্তিমুক্ত ক্যাম্পাস। আমরাও তাদের অধিকার নিয়ে কথা বলেছি। তাদের দাবির পক্ষে অবস্থান নিয়েছি। তাই তাদের সমর্থন আমাদের দিকেই আছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ডাকসুর প্রথম নির্বাচিত ভিপি ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আজকের বামপন্থি ছাত্রনেতারা আরো বেশি চৌকস। তাদের নেতৃত্বের দক্ষতা অনেক বেশি। সাধারণ ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ ও পেশিশক্তিমুক্ত ক্যাম্পাস তারা নিশ্চিত করতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App