×

জাতীয়

টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ০১:২২ পিএম

টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযান পরিচালনা করে ৮ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ২৫ কোটি টাকা। তবে পাচারকারীদের কাউকে আটক করতে পারেনি বিজিবি। আজ সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আছাদুদ জামান চৌধুরীর নেতৃত্বে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ওমর খাল এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবার চালানটি আটক করে বিজিবির একটি টহল দল। বিজিবি জানায়, নাফ নদী অতিক্রম করে দেশে ইয়াবার একটি বিশাল চালান প্রবেশ করবে এমন গোপন সংবাদে নাফ নদী লাগোয়া ওমরখালে অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় ইয়াবা পাচারকারীরা দূর থেকে বিজিবির উপস্থিতি ঠের পেয়ে নৌকা ফেলে দ্রুত বেত বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে নৌকা তল্লাশি করে আট লাখ চল্লিশ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি। উদ্ধার ইয়াবার বাজার মূল্য ২৫ কোটি টাকা। ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ জামান চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার ইয়াবাসমুহ ২ বিজিবি সদর দপ্তরে জমা রাখা হয়েছে যা পরবর্তিতে উধর্তন কতৃপক্ষ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুদ জামান খান কামাল ও পুলিশের আইজিপি ড.জাবেদ পাটোয়ারী’র হাতে ১০২ জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করলেও ইয়াবা পাচার চলছেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App