×

আন্তর্জাতিক

ইথিওপিয়ান এয়ারের বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ০৫:৫৩ পিএম

১৫৭ আরোহী নিয়ে কেনিয়ার নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিধ্বস্ত প্লেনের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ সংবাদ জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

রোববার (১০ মার্চ) সকালে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার বোলে বিমানবন্দর থেকে ফ্লাইট ‘ইটি৩০২’ উড়াল দেওয়ার ছয় মিনিটের মধ্যেই ৮টা ৪৪ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনটি স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে অবতরণের কথা ছিল।

বোয়িং ৭৩৭ ম্যাক্স৮ মডেলের প্লেনটিতে ৩৩টির বেশি দেশের নাগরিক ছিলেন বলে দুর্ঘটনার পর সংবাদ সম্মেলনে জানান এর প্রধান নির্বাহী তৌলদে গ্যাব্রিমারিয়াম। সর্বাধিক ৩২ জন ছিলেন কেনিয়ান নাগরিক।

সংবাদ সম্মেলনে পাইলটের কথোপকথনের বরাতে সিইও আরো বলেন, ‘জটিলতা’ অনুভব করায় এর পাইলট ফেরত আসার কথা বলেন। তাকে ফেরত আসার অনুমতিও দেওয়া হয়।

ফ্লাইটরাডার২৪-এর টুইটারে দেওয়া চিত্রে উপরের দিকে উঠতে প্লেনটির গতিতে কিছু ‘অসঙ্গতি’ পাওয়া গেছে।

এদিকে দুর্ঘটনার পর একই মডেলের ফ্লাইট নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে চীন। দেশটির সরকার এ মডেলের ৯৭টি প্লেন বিমানবন্দরে গ্রাউন্ড করে রাখার নির্দেশ দিয়েছে। এ মডেলের প্লেন বন্ধ করেছে ইথিওপিয়ান এয়ারলাইন্সও। তবে নিজেদের বহরের উপর আস্থা রেখে এ মডেলের প্লেন চলাচল চালু রাখার সিদ্ধান্ত জানিয়েছে ফ্লাইদুবাই, উথওয়েস্টজেটসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App