×

জাতীয়

সবার জন্য উন্মুক্ত শ্রীনগরের কামারগাঁও মুক্তিযুদ্ধ যাদুঘর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ০১:৫৯ পিএম

সবার জন্য উন্মুক্ত শ্রীনগরের কামারগাঁও মুক্তিযুদ্ধ যাদুঘর
আমাদের বাংলাদেশের ইতিহাস অত্যন্ত দীর্ঘ ও গৌরবময়। ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস, ভাষা শহীদ ও সৈনিকদের জীবনী সংরক্ষণ এবং আমাদের আবেগের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের বিখ্যাত মানুষের জীবনী এমন সব গুরুত্বপূর্ণ ইতিহাস সংরক্ষিত করে গড়ে তুলা হয়েছে কামারগাঁও মুক্তিযুদ্ধ যাদুঘর। এর আগে দেশের কোথাও ব্যক্তি উদ্যোগে এমন যাদুঘর স্থাপিত হয়েছে বলে আমাদের জানা নেই। সুপ্রাচীন মুন্সীগঞ্জের (বিক্রমপুর) শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের পাশ দিয়েই বয়ে চলেছে হাজার বছরের ইাতহাসের স্বাক্ষী প্রমত্ত পদ্মা নদী। নয়নাভিরাম এই নদীর কূল ঘেঁষে কামারগাঁও বাজার সংলগ্ন ঢাকা-শ্রীনগর-দোহার সড়কের পাশে এক চিলতে জায়গায় বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম খোকন গড়ে তুলেছেন কামারগাঁও মুক্তিযুদ্ধ যাদুঘর। এখানে একটি দ্বিতল ভবনে মুক্তিযুদ্ধের চেতনায় নিজ উদ্যোগে গড়ে তুলেন এই যাদুঘর। যাদুঘরটি সর্ব সাধারণের জন্য দিনব্যাপী উন্মুক্ত রাখা হয়ে থাকে। দূরদুরান্ত থেকে অনেক দর্শনার্থী আসেন যাদুঘরটি দেখতে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, যাদুঘর প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে একটি শহীদ মিনার, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও যাদুঘরের চারপাশে রয়েছে দেশী-বিদেশী বিভিন্ন জাতের ফুল-ফল গাছের বাগান। দ্বিতল ভবনের পুরোটার মধ্যেই সাজানো হয়েছে মহান ভাষা আন্দোলনের ইাতহাস, মুক্তিযুদ্ধের ইাতহাস, বঙ্গবন্ধুর আত্মজীবনী, ভাষা শহীদ ও সৈনিকদের জীবনী, রয়েছে আদি বিক্রমপুরের বিখ্যাত ব্যক্তিদের জীবনী, আরো রয়েছে অজানা অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস। প্রতিটি বিষয়ের ইতিহাস সংরক্ষণের জন্য রয়েছে আলাদা আলাদা কক্ষ এবং পাঠাগার। আপনার পরিদর্শন হতেপারে এই যাদুঘরের জন্য একটি মাইলফলক। কামারগাঁও মুক্তিযুদ্ধ যাদুঘর প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম খোকন বলেন, বীর মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হও, আবারও দেশ গড়ার শপথ নাও, শ্লোগানকে সামনে রেখে ২০১০ সালে স্থাপিত করেছি এই যাদুঘর। নতুন প্রজন্মের অনেকেই আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানেন না। আমি চেষ্টা করছি এই যাদুঘরে সঠিক ইতিহাস সংরক্ষণ করতে। ব্যক্তিগত উদ্যোগে দেশের কোথাও এমন চমৎকার যাদুঘর আছে বলে আমার জানা নেই। গুনীজন ও সকল স্তরের মানুষ এখানে পরিদর্শনে আসলে যাদুঘরটি তৈরীর মূল উদ্দেশ্য তখনই সফল হবে। তিনি আরো বলেন, যাদুঘরটি এখনও নির্মাণাধীন তাই আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শও অমূল্য হয়ে রবে। এই উদ্যোগ ও উদ্দেশ্যকে সফল এবং সহযোগিতায় আপনার পরিবার পরিজন নিয়ে যাদুঘর পরিদর্শন করতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App