×

বিনোদন

মঞ্চে নারীর জয় জয়কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ০৪:৫৯ পিএম

মঞ্চে নারীর জয় জয়কার

‘কোকিলারা’ নাটকের দৃশ্যে ফেরদৌসী মজুমদার

মঞ্চে নারীর জয় জয়কার

‘লাল জমিন’ নাটকের দৃশ্যে মোমেনা চৌধুরী

মঞ্চে নারীর জয় জয়কার
স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সবচেয়ে বিকশিত শিল্পমাধ্যম হিসেবে স্বীকৃত থিয়েটার। আর এই অঙ্গনে পুরুষের সঙ্গে সমানতালে কাজ করে চলেছেন নারী। যদিও সংখ্যার দিক থেকে নারীর অংশগ্রহণ কম। কিন্তু দক্ষতার বিচারে নারীরা এগিয়ে। কোনো কোনো নাট্যদলে ৫০ জনেরও বেশি পুরুষ সদস্য থাকলেও সেখানে নারী সদস্য আছেন ৬/৭ জন। তবে মঞ্চে যে নারীরা এগিয়ে সেটি বোঝা যায় একক অভিনীত নাটক দেখে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের নাট্যাঙ্গনে ২০টির মতো একক অভিনীত নাটক মঞ্চে এসেছে। এর মধ্যে ১৭টি নাটকেই অভিনয় করেছেন নারী শিল্পী। তিনটি মাত্র নাটকে অভিনয় করেছেন পুরুষ শিল্পী।
[caption id="attachment_124499" align="aligncenter" width="700"] ‘কোকিলারা’ নাটকের দৃশ্যে ফেরদৌসী মজুমদার[/caption] প্রথম একক অভিনীত নাটক স্বাধীনতা উত্তর বাংলাদেশে ১৯৮৯ সালে প্রথম একক অভিনীত নাটক মঞ্চায়িত হয় আবদুল্লাহ আল মামুনের রচনা ও নির্দেশনায় ‘কোকিলারা’। দুই ঘণ্টা ব্যাপ্তির এই নাটকটিতে একক অভিনয় করেন ফেরদৌসী মজুমদার। ‘কোকিলারা’র মধ্য দিয়ে সূচনা হয় বাংলাদেশের নাট্যমঞ্চে নারী অভিনেত্রীদের একক অভিনীত নাটক। [caption id="attachment_124501" align="aligncenter" width="700"] ‘লাল জমিন’ নাটকের দৃশ্যে মোমেনা চৌধুরী[/caption] সর্বাধিক মঞ্চায়িত একক নাটক শূন্যন রেপার্টরি ২০১১ সালের ১৯ মে মঞ্চে আনে মোমেনা চৌধুরী অভিনীত একক নাটক ‘লাল জমিন’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। এরপর ইংল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের বিভিন্ন মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়ে প্রশংসিত হয়েছে। গত বছরের ৬ এপ্রিল নাটকটি ১৫০তম প্রদর্শনীর মাইলফলক স্পর্শ করে, যা বাংলাদেশের একক অভিনীত কোনো নাটকের সর্বাধিক মঞ্চায়ন। গতকাল শুক্রবার নরসিংদীর মনোহরদী উপজেলার রামপুরে নাটকটির ১৯৭তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। মান্নান হীরা রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। পুরুষ অভিনেতার তিনটি একক অভিনীত নাটকে নারীর চাইতে পিছিয়ে আছে পুরুষ শিল্পীরা। মঞ্চে আসা ২০টি নাটকের মধ্যে মাত্র তিনটি নাটকে পুরুষ শিল্পীরা অভিনয় করেছেন। পুরুষ শিল্পীদের অভিনীত একক নাটকের মধ্যে রয়েছে মামুনুর রশীদ অভিনীত ‘দ্য ডিসটেন্ট নিয়ার’, খন্দকার শাহ আলম অভিনীত ‘আমি’ এবং রফিক নটবর অভিনীত ‘আমি রফিক বলছি’। অন্যান্য একক নাটক বিগত তিন দশকের নাট্যচর্চায় নাট্যাঙ্গনে যুক্ত হয়েছে বেশ কিছু একক অভিনীত নাটক। যার মধ্যে রোকেয়া রফিক বেবী এবং জ্যোতি সিনহা অভিনয় করেছেন দুটি করে একক নাটকে। রোকেয়া রফিক বেবী অভিনীত একক নাটকের মধ্যে রয়েছে ‘গোলাপজান’ ও ‘রিকুয়েস্ট কনসার্ট’। জ্যোতি সিনহা অভিনীত একক নাটকের মধ্যে রয়েছে ‘কহে বীরাঙ্গনা’ ও ‘হ্যাপি ডেইজ’। এ ছাড়া নারী অভিনেত্রীদের একক নাটকের মধ্যে রয়েছে মুনিরা ইউসুফ মেমীর ‘ফুলরানী আমি টিয়া’, লাকী ইনামের ‘আমি বীরাঙ্গনা বলছি’, ফেরদৌসী আবেদিনের ‘স্ত্রীর পত্র’, শিমূল ইউসুফের ‘বিনোদিনী’, নাজনীন হাসান চুমকীর ‘সীতার অগ্নীপরীক্ষা’, সামিউন জাহান দোলার ‘নভেরা’, শামছি আরা সায়েকার ‘গহনযাত্রা’, রোজী সিদ্দিকীর ‘পঞ্চনারী আখ্যান’, জুয়েনা শবনমের ‘হেলেন কেলার’, রওশন জাহান রুশনীর ‘বীরাঙ্গনার বয়ান’ এবং দীপ্তা রক্ষিত অভিনীত ‘আমার আমি’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App