×

জাতীয়

বিরলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ০২:৩৫ পিএম

বিরলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
বিরলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৯ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‌্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি- হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি প্রতিপাদ্য নিয়ে এবারে দিবসটি অনুষ্ঠিত হয়। রবিবার সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর হতে র‌্যালি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রেজাউল করিম, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহবুবার রহমান, মৎস্য অফিসার কৃষিবিদ পূরবী রাণী রায়, তথ্য সেবা কর্মকর্তা আয়েশা সিদ্দিকা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপি ম্যানেজার মি. প্রকাশ রায়, ৫নং বিরল ইউপি সচিব মোঃ আবু সাদাত রিপন, রাণীপুকুর ইউপি’র সদস্য রাজা দশরত চন্দ্র রায় প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App