×

বিনোদন

নজরুল মঞ্চে গান গাইতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছিল : ঐশী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ০৫:১০ পিএম

নজরুল মঞ্চে গান গাইতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছিল : ঐশী
সঙ্গীত জীবনের সেরা প্রাপ্তি দেশে-বিদেশে বিভিন্ন কনসার্টে পারফর্ম করি। যে কোনো কনসার্টেই গান গাইতে ভালো লাগে। গান গেয়েই কাটাতে চাই সংক্ষিপ্ত এ জীবন। এ পর্যন্ত যতগুলো প্রোগ্রাম করেছি, তার মধ্যে কিছু কনসার্ট আছে যেগুলো আমার কাছে আমার সঙ্গীত জীবনের সেরা প্রাপ্তি বলে মনে হয়। যেগুলো দেশে ও দেশের বাইরে দুই জায়গাতেই অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী উদ্যোগ ছিল বিশেষ করে যে কনসার্টের কথা বলতে চাই, তা হলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘শেকড়ের সন্ধানে’ মেগা কনসার্টের কথা। এ আয়োজনটি ছিল একেবারে ব্যতিক্রম। প্রতিটি কনসার্টই ছিল দর্শক ভর্তি ভিন্ন আমেজে। প্রত্যেক বিভাগীয় শহরেই এ কনসার্ট হয়েছিল। খুব উদ্দীপনা ছিল প্রতিটা কনসার্টে। প্রতিটা কনসার্টই সরাসরি সম্প্রচার করেছিল ‘গান বাংলা’। কলকাতা নজরুল মঞ্চ এই কনসার্টে পারফর্ম করতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছিল; আমার সঙ্গে একই স্টেজে সেদিন পারফর্ম করেছিল বাংলাদেশ ও ভারতের অনেক গুণী শিল্পীরা। তাদের আমি শ্রদ্ধা করি। এমনকি তাদের গানও আমার ভীষণ প্রিয়। সেই প্রোগ্রামটি ছিল ভালোবাসা দিবস উপলক্ষে গান পিরীতি আয়োজিত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নজরুল মঞ্চে, ২০১৮ সালে। প্রচুর দর্শক হয়েছিল সেদিন। তাদের ফিডব্যাক আমাকে চমকে দিয়েছিল। পরিবর্তন হয় মাঝে মধ্যে আমার সঙ্গে যারা ইন্সট্রুমেন্টে কাজ করে, তারা সবাই একত্রে পারফর্ম করার চেষ্টা করি। আমরা সবাই একজন অন্যজনকে বুঝি। এই ‘বোঝাপড়া’ বিষয়টা আমাদের ভালো পারফর্ম করতে সাহায্য করে। তবে মাঝে মধ্যে পরিবর্তন হয়। পরিবর্তন হলেও নিজেদের মধ্যে ‘বোঝাপড়া’ ব্যাপারটা থাকে। ওপেন এয়ার কনসার্ট বেশি টানে গান গাই শ্রোতাদের জন্য। ওপেন এয়ারেই একমাত্র তাদের সঙ্গে সামনাসামনি দেখা হওয়ার সুযোগ থাকে। একটা গান শুরু করলে দর্শক শ্রোতারাই তা গাইতে থাকে। দর্শকদের কাছ থেকে এমন সাড়া পেলে যে কোনো শিল্পীরই ভালো লাগে, আমারও ভালো লাগে। সে জন্য অন্যান্য প্রোগ্রামের চেয়ে ওপেন এয়ার বেশি টানে। গোলাম রাব্বী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App