×

আন্তর্জাতিক

জাতিসংঘ পরিসংখ্যান কমিশনের ৫০তম সেশনে সৌরেন্দ্র নাথ যা বললেন

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ০৯:২৫ এএম

জাতিসংঘ পরিসংখ্যান কমিশনের ৫০তম সেশনে সৌরেন্দ্র নাথ যা বললেন
জাতিসংঘ সদর দপ্তরে গত ৫-৮ মার্চ ২০১৯ অনুষ্ঠিত হলো জাতিসংঘ পরিসংখ্যান কমিশনের ৫০তম সেশন। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সরকারের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। বিভিন্ন ইভেন্টে প্রদত্ত বক্তব্যে তিনি এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে উপাত্তের ব্যাপক প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং উপাত্ত প্রাপ্তির সুযোগ থেকে কেউ যেন পিছনে পড়ে না থাকে তা নিশ্চিতের উপর জোর দেন। উপাত্ত ও পরিসংখ্যান ব্যবস্থাপনার জন্য অধিক বিনিয়োগ প্রয়োজন মর্মেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের মতো দেশসমূহের জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠানের আরও সক্ষমতা বৃদ্ধিতে একটি শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সৃষ্টির উপর জোর দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণীত ন্যাশনাল ডেটা কো-অর্ডিনেশন কমিটির কথা উল্লেখ করে বলেন, এই কমিটি উপাত্ত সরবরাহকারী সংস্থাসমূহ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মধ্যে কার্যকর সমন্বয় স্থাপন করেছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহের জন্য উপাত্ত প্রস্তুতি ও আন্তর্জাতিক প্রতিবেদন প্রণয়নের দিক-নির্দেশনা দিচ্ছে। উপাত্তের বিভিন্ন চ্যালেঞ্জসমূহের সমাধানে নতুন উদ্ভাবনীর উপর জোর দেন বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন জরিপ ও শুমারিসহ এর নানাবিধ কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি ২০১৩ সালে প্রণীত জাতীয় পরিসংখ্যান আইন এর কথাও উল্লেখ করেন বাংলাদেশ প্রতিনিধি দল। এবারের পরিসংখ্যান কমিশনের আলোচনায় উন্নয়নশীল দেশসমূহের জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠানের উপাত্ত (ফধঃধ) ও সক্ষমতা বিনির্মাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনার পাশাপাশি এজেন্ডা ২০৩০ বাস্তবায়নের জন্য বিশ্বাসযোগ্য, মানসম্মত ও সময়োপযোগী উপাত্ত প্রাপ্তির চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়টি প্রাধান্য পায়। জাতিসংঘের সদস্যরাষ্ট্রসমূহের পরিসংখ্যান বিভাগের প্রতিনিধিগণ এই অধিবেশনে অংশ নেন। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের সভাপতি উদ্বোধনী সেশনে ভাষণ দেন। তিনি এজেন্ডা ২০৩০ এর বাস্তবায়ন ত্বরান্বিত করতে সদস্য দেশসমূহের মধ্যে উপাত্ত সহযোগিতা শক্তিশালী করার উপর জোর দেন। পরিসংখ্যান কমিশনের ৫০তম সেশনের প্রতিপাদ্য ছিল উন্নত উপাত্ত, উন্নত জীবন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App