কলম্বিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন মারা গেছেন। শনিবার দেশটির মেটা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
নিহতদের মধ্যে একজন দেশটির ছোট একটি প্রদেশের মেয়র বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। রয়টার্সের খবরে তা বলা হয়েছে।
লেজার এরো এয়ারলাইন্সের বিমানটি দক্ষিণাঞ্চলীয় শহর স্যান জোস ডেল গুয়াভিয়ারে থেকে মধ্যাঞ্চলীয় শহর ভিলাভিসেনসিও যাচ্ছিলো।
আরোহীদের মধ্যে কেউ বেঁচে নেই বলে জানিয়েছে মালিকানা প্রতিষ্ঠানটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।