×

খেলা

ফিরলেন মেসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০১৯, ০৫:১৬ পিএম

ফিরলেন মেসি
সব নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলে ফিরলেন লিওনেল মেসি। চলতি মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যার একটিতে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং অপরটিতে মরক্কো। ম্যাচ দুটিকে সামনে রেখে গতকাল দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। সেই দলে রয়েছে সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড মেসির নাম। এর মধ্য দিয়ে প্রায় ৮ মাস পর আবারো জাতীয় দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। গত বছরের জুন-জুলাইয়ে রাশিয়ায় বসেছিল বিশ^কাপ ফুটবলের একাদশতম আসর। ফ্রান্সের বিপক্ষে হেরে ওই বিশ^কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়ে আর্জেন্টিনা। বিশ^কাপের শেষ ষোলোর ওই ম্যাচের পর জাতীয় দলের জার্সিতে আর কোনো ম্যাচ খেলেননি মেসি। এমনটি আন্তর্জাতিক ফুটবল থেকে মেসি অবসর নিয়েছেন এমন গুঞ্জনও উঠেছিল। কিন্তু তাকে দলে ফেরাতে কোচ স্কালোনি জোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে সফল হলেন তিনি, মেসি ফিরলেন জাতীয় দলে। মেসি ছাড়াও ৩১ সদস্যের আর্জেন্টিনা দলে নাম আছে অভিজ্ঞ মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়ার। ফরাসি ক্লাব পিএসজির হয়ে এবারের মৌসুমে দুর্দান্ত পারফরমেন্সই ডি মারিয়াকে ফের জাতীয় দলে জায়গা করে দিয়েছে। মেসির মতো তিনিও বিশ^কাপের পর জাতীয় দলের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি। তবে স্কালোনির ঘোষিত দলে জায়গা হয়নি সার্জিও আগুয়েরো ও গঞ্জালো হিগুয়েনের। চেলসি তারকা হিগুয়েনের জায়গা না পাওয়াটা একপ্রকার নিশ্চিতই ছিল। কেননা, এখন খুব একটা ছন্দে নেই তিনি। তবে দারুণ ফর্মে থাকা আগুয়েরোর নাম না থাকাটা অবাক করেছে সবাইকে। এ ছাড়া নাম নেই ইন্টারমিলান ফরোয়ার্ড মাউরো ইকার্দিরও। অবশ্য ইনজুরির কারণেই তাকে দলে রাখা হয়নি। মেসির ফেরা প্রসঙ্গে গতকাল এক সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মেসিকে ডাকা হয়েছে। তবে মেসি একটি নাকি দুটি ম্যাচে খেলবে সে সিদ্ধান্ত এখনো চ‚ড়ান্ত হয়নি। বার্সেলোনার হয়ে সে চলতি মৌসুমে ইতোমধ্যেই অনেকগুলো ম্যাচ খেলেছে। মৌসুমের এই সময়ে এসে খেলোয়াড়রা ক্লান্ত থাকে এবং আন্তর্জাতিক সূচিতে বিশ্রাম নেয়। কিন্তু মেসি জাতীয় দলের হয়ে সব ম্যাচেই খেলতে রাজি আছে। তবে আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে ইচ্ছুক নয়। সে কয়টি ম্যাচ খেলবে কিংবা ম্যাচের পুরোটা সময় খেলবে কিনা সে বিষয়ে আমি সিদ্ধান্ত নেব। এ সময় স্কালোনি আরো জানান, বিশ^কাপে যা হয়েছিল তা আমাদের জন্য বিরাট এক ধাক্কা। মেসির জন্যও তাই। তবে এখন সে জাতীয় দলের হয়ে খেলার জন্য উন্মুখ হয়ে আছে। সামনেই কোপা আমেরিকা। তার আগেই মেসির ফেরাটা আমাদের জন্য দারুণ খবর। উল্লেখ্য, আগামী ২২ মার্চ অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেট্রোপলিতানোতে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর ৪ দিন পর মরক্কোর মুখোমুখি হবে স্কালোনির শিষ্যরা। ম্যাচটি হবে মরক্কোর ইবনে বতুতা স্টেডিয়ামে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App