×

খেলা

শ্বাসরুদ্ধকর ম্যাচের এক রাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০১৯, ০৩:৫৮ পিএম

শ্বাসরুদ্ধকর ম্যাচের এক রাত
ফুটবলের যে উত্তাপ, রোমাঞ্চ ও নাটকীয়তা তার শতভাগেরই দেখা মিলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গতকালের দুটি ম্যাচে। যেখানে শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে পিএসজিকে হতাশায় ডুবিয়ে শেষ আটের টিকেট পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আর অপর ম্যাচে অতিরিক্তি সময়ের গোলে ইতালিয়ান জায়ান্ট রোমাকে হারিয়ে শেষ আটে অংশগ্রহণ নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাব পোর্তো। এদিন ফুটবলপ্রেমীদের নজর ছিল মূলত ফরাসি ক্লাব পিএসজি ও ইংলিশ জায়ান্ট ম্যানইউর মধ্যকার ম্যাচটির দিকে। রেড ডেভিলদের মাঠে অনুষ্ঠিত শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি ২-০ গোলে জিতেছিল পিএসজি। তার ওপর আবার কার্ড সমস্যার কারণে দ্বিতীয় লেগের ম্যাচটিতে খেলতে পারেননি ম্যানইউর মিডফিল্ডের প্রধান তারকা পল পগবা। তাই কোয়ার্টার ফাইনালে যাওয়াটা অনেকটাই অসম্ভব হয়ে উঠেছিল কোচ ওলে গুনার সুলশারের শিষ্যদের জন্য। সেই অসম্ভবটাই সম্ভব করে দেখালেন লকাকু-রাশফোর্ডরা। পিএসজির মাঠে অনুষ্ঠিত শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচটি ম্যানইউ জিতেছে ৩-১ গোলের ব্যবধানে। ফলে উভয় লেগ মিলিয়ে স্কোর লাইন দাঁড়ায় ৩-৩ এ। তবে অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় শেষ পর্যন্ত ম্যানইউর হাতেই উঠে কোয়ার্টার ফাইনালের টিকেট। গতকালের ম্যাচে রেড ডেভিলদের হয়ে জোড়া গোল করেন ফরোয়ার্ড রোমেলো লুকাকু এবং অপর গোলটি আসে মার্কাস রাশফোর্ডের পা থেকে। অন্যদিকে পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন ডিফেন্ডার হুয়ান বার্নাট।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App