×

জাতীয়

মাদারীপুরে গ্রেপ্তার আতঙ্কে সহস্রাধিক মানুষ বাড়িছাড়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০১৯, ০৩:৩২ পিএম

মাদারীপুরে গ্রেপ্তার আতঙ্কে সহস্রাধিক মানুষ বাড়িছাড়া
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের আনন্দবাজার এলাকায় সাহেব আলী মাতুব্বর নামে এক আওয়ামী লীগ নেতা খুনের জের ধরে পুরুষ শূন্য হয়ে পড়েছে দুই ইউনিয়নের সহাস্রাধিক মানুষ। প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও এলাকার দুটি বাজারও নিশ্চিহ্ন হয়ে গেছে। এলাকার নারী ও শিশুরা রয়েছে চরম আতঙ্কে। ঘটনার পর মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজুর রহমান আকনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে একই এলাকার সাহেব আলী মাতুব্বরের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৭ ফেব্রুয়ারি সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের আনন্দবাজারের সাহেব আলী মাতুব্বরের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।ঘটনার পর কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৫২ জনের নাম উলে­খ করে মাদারীপুর সদর থানায় একটি মামলা হয়। এছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয় ১০/১৫ জনকে। মামলার পর থেকে সদর উপজেলার পাঁচখোলা ও কালিকাপুর ইউনিয়নের সহস্রাধিক মানুষ মামলা-হামলার ভয়ে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এই সুযোগে প্রতিপক্ষের লোকজন দফায় দফায় হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সরোয়ার বেপারি, ইয়াকুব মিয়া, সেলিম মাতুব্বর, ওবায়দুল মাতুব্বর, দেলোয়ার মাতুব্বর, আউয়াল মাতুব্বর, নজরুল মাতুব্বর, জসিম মাতুব্বর, শহিদুল ইসলাম, হেমায়েত মোল্লা, বাবুল হাওলাদার, খালেক আকনের বাড়িসহ কমপক্ষে অর্ধশত বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এসব বাড়ি থেকে টিভি, ফ্রিজ, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এবং পাঁচখোলা ইউনিয়নের আনন্দবাজার নামে দুটি বাজার ছিল। খুনের ঘটনার পর বাজার দুটি নিশ্চিহ্ন হয়ে গেছে। বাজারে দোকারপাটের কোন অস্তিত্ব নেই। জনমানবশূন্য রাস্তার পাশে দোকানের কয়েকটি খুঁটি দাঁড়িয়ে আছে। বৃহষ্পতিবার রাতেও বেশ কয়েকটি বাড়িতে হামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App