×

খেলা

কে এই সোফিয়া?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০১৯, ০৩:৫৪ পিএম

কে এই সোফিয়া?
সোফিয়া ফ্লোরস ২০০০ সালের ১ ডিসেম্বরে জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন ফর্মুলা থ্রি কার রেসার। বর্তমান সময়ে তাকে নারীদের মধ্যে সেরা উদীয়মান কার রেসার হিসেবে বিবেচনা করা হয়। ইতোমধ্যে বিভিন্ন টুর্নামেন্টে সোফিয়া নিজের জাতও চিনিয়েছেন। কার রেসিং করতে গিয়েই গত বছরের নভেম্বরে মারাত্মক দুর্ঘটনায় মৃত্যুর দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন ১৮ বছর বয়সী এ তরুণী। অস্ত্রোপচার করিয়ে দুর্ঘটনার ১০৫ দিন পর গতকাল ফের তিনি কার রেসিংয়ে ফিরেছেন। সোফিয়া ফমুর্লা ফোর কার রেসিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। দুই বছর পর যোগ দেন ফর্মুলা থ্রি কার রেসিংয়ে। এ ফরমেটে মেকাওয়ের গ্র্যান্ড প্লিক্সে প্রতিযোগিতা করতে গিয়েই দুর্ঘটনা ঘটান তিনি। ওই দুর্ঘটনায় সোফিয়াসহ আরো ৪ জন লোক আহত হয়েছিলেন। এর আগে ২০১৪ সালে মাত্র ১৪ বছর বয়সে গিনেত্তা জুনিয়র চ্যাম্পিয়নশিপে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতায় জেতেন তিনি। ২০১৫ সালে খেলেন এডিএসি ফর্মুলা ফোর চ্যাম্পিয়নশিপে। এই টুর্নামেন্টে অভিষেকে প্রতিযোগিতা জিতেও রেকর্ড গড়েন তিনি। সোফিয়ার আগে অভিষেকে কোনো খেলোয়াড়ই এখানে জয় পায়নি। ব্রিটিশ গণমাধ্যমের তথ্যমতে, সোফিয়া ইনজুরি থেকে ফিরলেও অচিরেই নিজের সামর্থ্যরে প্রমাণ দেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App