×

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৯, ১০:০৩ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। ছবি : পিআইডি

রোহিঙ্গা সংকট সফলভাবে সমাধানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির বিদায়ী হাইকমিশনার অ্যালিসন ব্লেইক।

আজ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে বিদায়ী সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এ কথা জানান।

রাষ্ট্রপতি হামিদ সফলভাবে নিজের দায়িত্ব সম্পন্ন করায় হাইকমিশনার ব্লেইককে অভিনন্দন জানান। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।

তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে যুক্তরাজ্যের সমর্থনের কথা স্মরণ করে বলেন, ‘দুদেশের মধ্যকার সম্পর্ক খুবই পুরনো ও ঐতিহাসিক।’

রাষ্ট্রপতি বলেন, ‘প্রায় ৬ লাখ প্রবাসী বাংলাদেশি যুক্তরাজ্যে বসবাস করছেন। তারা আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’

রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের সমর্থনের প্রশংসা করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে এ বিষয়ে তাদের সমর্থন ভবিষ্যতেও বজায় থাকবে। তার আরও আশা, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্য বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দৃঢ় সমর্থন দেবে।

এ সময় নিজের দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক।

তিনি বলেন, ‘বাংলাদেশ সফলভাবে আর্থ-সামাজিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং আশা প্রকাশ করেন যে বর্তমান সরকারের নেয়া রূপকল্প ২০২১ ও ২০৪১ সফলতার সাথে বাস্তবায়িত হবে।’

১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয়দান মানবতার এক অনন্য নজির উল্লেখ করে হাইকমিশনার বলেন, ‘এতো বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষকে খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সহায়তা দিয়ে আশ্রয় দেয়া বাংলাদেশের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। এ সমস্য সফলভাবে সমাধানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে।’

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App