×

আন্তর্জাতিক

মাসুদ আজহারের ভাইসহ ৪২ জঙ্গি আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৯, ০১:১৩ পিএম

মাসুদ আজহারের ভাইসহ ৪২ জঙ্গি আটক
পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের (জেইএম) প্রধান মাসুদ আজহারের ভাই মুফতি আব্দুল রাউফ ও ছেলে হামাদ আজহারসহ ৪২ জন জঙ্গিকে আটকের দাবি করেছে পাকিস্তান। এছাড়া হাফিজ সইদের জামাত উদ দাওয়া ও ফালাহ ই ইনসানিয়ত-সহ ৭০টি সংগঠনকে পাক সরকার নিষিদ্ধ তালিকার অন্তর্ভুক্ত করার খবর জানিয়েছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডন। কাশ্মীরের পুলওয়ামায় জইশ-ই-মুহাম্মদের আত্মঘাতী বোমা হামলার পর ভারত পাকিস্তানকে বেশ কিছু জঙ্গি সংগঠন ও জঙ্গিদের নামের তালিকা দিয়েছিল। আটক ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষণা করা জঙ্গি সংগঠনগুলো ওই তালিকায় ছিল।

Proscribed Organisations by on Scribd

  ভারতের দাবি, মুফতি আব্দুল রাউফ পঠানকোট থেকে পুলওয়ামার মতো একাধিক সন্ত্রাসী হামলা পরিচালনা করেছিল। পাক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার খান আফ্রিদি অবশ্য দাবি করেছেন, কোনও চাপের মুখে তারা জঙ্গি-বিরোধী পদক্ষেপ নিচ্ছেন না। জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করতে জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মেনেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী দু’সপ্তাহ এই প্রক্রিয়া চলবে। যাদের হেফাজতে নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App