×

জাতীয়

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি : রেলপথ মন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৯, ০৫:০৫ পিএম

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি : রেলপথ মন্ত্রী
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার লক্ষে বঙ্গবন্ধু কন্যার নের্তৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশের উন্নয়নমূলক কর্মকান্ড দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে দীর্ঘ পরিকল্পনা হাতে নিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। তার নের্তৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে শ্রীনগরে ভূমি অধিগ্রহণ ক্ষতিগ্রস্তদের চেক প্রদাণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন (এমপি) এ কথা বলেন। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের পুরাতণ ফেরীঘাট এলাকায় রাজ-রাণী কমিউনিটি সেন্টারে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহন ও পুনর্বাসন পরিকল্পনার পরামর্শক বাংলাদেশ সেনা বাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এবং বাস্তবায়নকারী এনজিও র্ডপ এর ব্যবস্থাপনায় জেলার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সুবিধায় এই চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব প্রকৌশলী গোলাম ফখরুদ্দিন এ. চৌধুরী, বক্তব্য রাখেন র্ডপের প্রতিষ্ঠাতা ও সিইও এএইচএম নোমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সেনা বাহিনীর মেজর জেনারেল আবু সাঈদ মোঃ মাসুদ (বিএসপি,প্রধান সমন্বয়ক,সিএসপি,পিবিআরএলপি), ক্ষতিগ্রস্তদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ নেয়ামত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে’র মহাপরিচালক কাজী মোঃ রফিকুল আলম। রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন প্রধান অতিথির বক্তৃতা শেষে ক্ষতিগ্রস্ত ১০ জনের মাঝে চেক প্রদান করেন। এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জন প্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App