×

জাতীয়

পিস্তল নিয়ে বিমানবন্দরে ইলিয়াস কাঞ্চন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৯, ০২:৫৮ পিএম

পিস্তল নিয়ে বিমানবন্দরে ইলিয়াস কাঞ্চন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগে লাইসেন্স করা পিস্তল নিয়ে স্ক্যানিং মেশিন পার হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ ঘটনায় আজ বুধবার একটি তদন্ত কমিটি গঠন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গতকাল মঙ্গলবার বিকেলে নভোএয়ারের ভিকিউ-৯০৯ এর ফ্লাইটে শাহজালাল বিমানবন্দর থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন ইলিয়াস কাঞ্চন। বিমানবন্দরের ভিতরে ঢুকে নভোএয়ারের বুকিং কাউন্টারে গিয়ে এই অভিনেতা জানান, তার ব্যাগে একটি ৯ এমএম পিস্তল আর ১০ রাউন্ড গুলি রয়েছে। পিস্তলটি তিনি বাসায় রেখে আসতে ভুলে গেছেন। এরপরই শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা ছুটে যান সেখানে। গতকালের সেই ঘটনার পরে আজ বুধবার ঘটনাটির তদন্ত শুরু করেছে বেবিচক। শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইলিয়াস কাঞ্চনের ওই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্ত কমিটির সদস্যদের নাম বা পরিচয় বিস্তারিত জাননি তিনি। এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচ কর্মীকে মঙ্গলবার রাতেই বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে জানতে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App