×

তথ্যপ্রযুক্তি

থার্ড পার্টির ব্যাটারিও করে দেবে অ্যাপল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৯, ০৫:১৫ পিএম

থার্ড পার্টির ব্যাটারিও করে দেবে অ্যাপল
অ্যাপল অথোরাইজড সার্ভিস প্রোভাইডার বা জিনিয়াস বারের বাইরে থার্ড পার্টি থেকে ব্যাটারি পরিবর্তন করলেও তা মেরামত করে দেবে অ্যাপল।টেক জায়ান্টটির অভ্যন্তরীণ নথিপত্র ও তিন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ম্যাক রিউমার। আগের নীতিমালা অনুযায়ী, বাইরের দোকান থেকে ব্যাটারি পরিবর্তনকারী আইফোন মালিকরা অ্যাপল অথোরাইজড সার্ভিস প্রোভাইডার বা জিনিয়াস বার থেকে কোনো সহায়তা পেতো না। নতুন নীতিমালা কার্যকর হলে, ব্যাটারি পরিবর্তনের খরচেই মাইক্রোফোন, লজিক বোর্ড বা ডিসপ্লেও বদলে দেবেন অ্যাপলের সার্ভিস প্রোভাইডাররা।এক বছর ধরেই ৭৯ ডলারের বদলে ২৯ ডলারেই ব্যাটারি বদলে দিচ্ছে অ্যাপল। ২৯ ডলারের ব্যাটারি রিপ্লেসমেন্ট প্রোগ্রামের আওতায় ২০১৮ সালে ১ কোটি ১০ লাখ ব্যাটারি বদলে দিয়েছে অ্যাপল।ব্যাটারি বদলানোর ফলে পুরানো ধীর গতির আইফোনের আয়ু বেড়ে যায়। এই ব্যাটারি রিপ্লেসমেন্ট প্রোগ্রামের কারণে অ্যাপলের নতুন ফোনের চাহিদা কমে গেছে। বিক্রিতে প্রভাব ফেললেও গ্রাহক বান্ধব এই নীতি জনপ্রিয়তা পেয়েছে।এর আগে ২০১৭ সালে থার্ড পার্টি ডিসপ্লে বদলানোর সুবিধা দিতে নীতিমালায় পরিবর্তন এনেছিলো অ্যাপল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App