×

জাতীয়

টেকনাফ-সেন্টমার্টিনে নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৯, ০৪:৪৩ পিএম

টেকনাফ-সেন্টমার্টিনে নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ
দূর্যোগপূর্ণ আবহাওয়া ও তিন নং সতর্ক সংকেত বলবৎ থাকার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর আগে ভ্রমনে যাওয়া দ্বীপে আটকা পড়েছে হাজারো পর্যটক। বজ্র মেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ৩নং সতর্কতা সংকেত জারি রয়েছে। আজ বুধবার সকাল থেকে সেন্টমার্টিন নৌ পথে পযটকবাহী কোন জাহাজ টেকনাফের দমদমিয়া ঘাট ছেড়ে যায়নি। এছাড়া কোন নৌ-যান চলাচল করতে দেখা যায়নি। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা। ফলে দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। তবে আবহাওয়া পরিস্থিতি ভাল হলে আটকা পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। এদিকে গত মঙ্গলবার রাত থেকে টেকনাফে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে তা এখনো অব্যাহত রয়েছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রবিউল হাসান বলেন, পর্যটকবাহী জাহাজ ও জলযানকে টেকনাফ থেকে ছেড়ে না যাওয়া এবং মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে থাকতে বলা হয়েছে । তিনি আরো বলেন, 'বজ্রমেঘের ঘনঘটা বৃদ্ধির ফলে সর্তকতায় সেন্টমার্টিন নৌ-পথে জাহাজসহ জলযান বন্ধ রাখা হয়। এর ফলে দ্বীপে পর্যটক আটকা পড়বে, তাদের খোঁজ খবর রাখা হবে,পরিস্থিতি ভাল হলে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App