×

জাতীয়

এতিম শিক্ষার্থীদের নতুন পোষাক দিলেন নবাবগঞ্জের ইউএনও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৯, ০৪:২৬ পিএম

এতিম শিক্ষার্থীদের নতুন পোষাক দিলেন নবাবগঞ্জের ইউএনও
দিনাজপুরের নবাবগঞ্জ ইউএনও র দেয়া নতুন পোষাকে চোখে মুখে খুশির ঝিলিক বইেেছ এতিম শিক্ষার্থীদের মাঝে । নতুন পাজামা পাঞ্জাবী আর টুপি পরে তাদের যেন খুশির শেষ নেই, চোখে মুখে আনন্দের ঝিলিক। তাদের এমন খুশি দেখে নিজের চোখে পানি ধরে রাখতে পারেনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা কর্মকর্তা মোঃ মশিউর রহমান। কয়েক দিন পুর্বে তিনি সরকারী কাজে উপজেলার ফতেপুর মাড়াষ গ্রামে যান। সে গ্রামে রাস্তার ধারে একটি এতিমখানা মাদরাসা দেখে হটাৎ করে ঢুকে পড়েন তিনি ঐ মাদরাসায়। কিন্তু তিনি ব্যথিত হন মাদরাসার ২৭ জন এতিম শিক্ষার্থীদের পরনে থাকা জীর্ণ পোষাক দেখে। সিদ্ধান্ত নেন তাদেরকে নতুন পোষাক দিবেন। গত মঙ্গবার দুপুরে তিনি ঐ ২৭ জন শিক্ষার্থীকে নতুন পোষাক প্রদান করে। নতুন পোষাক পরে ছবি তোলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। এ সময় শিক্ষার্থীদের চোখেমুখে খুশির ঝিলিক। উপজেলা নির্বাহী অফিসার জানান- আমাদের পোষাকের কোন অভাব নেই। কিন্তু আমাদের সমাজে এখানো অনেক মানুষ আছে যাদের একটি নতুন পোষাক মানে পরম আনন্দ। তিনি সমাজের বিত্তবানদের এসব অসহায় এতিমদের পার্শ্বে দাড়ানোর আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App