×

জাতীয়

৬ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০১৯, ১০:৩৯ পিএম

৬ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা

পুরান ঢাকায় দাহ্য রাসায়নিক পদার্থ সংরক্ষণের বিরুদ্ধে অভিযান

পুরান ঢাকার আবাসিক ভবনে দাহ্য রাসায়নিক পদার্থ সংরক্ষণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে পুরান ঢাকার আরমানিটোলায় এ অভিযান চালানো হয়।

সারওয়ার আলম জানান, আরমানিটোলা এলাকায় আবাসিক ভবনে দাহ্য রাসায়নিক পদার্থ সংরক্ষণের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এ সময় প্রায় ৩০০ টন রাসায়নিক পদার্থ ৭ দিনের মধ্যে সরিয়ে নেবে মর্মে অঙ্গীকারনামা দিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এছাড়া, মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্য বিক্রয়ের দায়ে নূর ট্রেড হাউজকে ২ লাখ টাকা, নোমান পারফিউয়ারিকে ২ লাখ, ডিভাইন ট্রেড লিংককে ৪ লাখ, কিং সেল টৈডিংকে দেড় লাখ, এনবি কেমিক্যালকে ১ লাখ ও জহুরা ট্রেডিং কর্পোরেশন নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকাসহ মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আবাসিক ভবনে রাসায়নিক পদার্থ সংরক্ষণ ও বিপণনের বিরুদ্ধে র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সারওয়ার আলম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App