×

মুক্তচিন্তা

স্বাধীনতার মাসে যেসব স্বাধীনতা চাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০১৯, ০৯:০৩ পিএম

খ্রস্টীয় বর্ষপঞ্জিতে এখন চলছে মার্চ মাস। মার্চ বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ সময়। এই মাসের ২ তারিখে বাংলাদেশের পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলন করা হয়। ৭ মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ প্রদান করে পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে ঘুমন্ত বাঙালি জাতির ওপর গণহত্যা চালায়। ২৬ মার্চ বাংলার মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। মার্চ বাঙালির কাছে একটি অন্যরকম আবেগ, আকাক্সক্ষার মাস।

এই মাসে আমরা রক্ত দিয়েছি। আবার এই মাসেই রক্ত নেয়ার দীপ্ত শপথে জ্বলে উঠেছি। মার্চ মাসে আমরা স্বাধীনতা চেয়েছি, তা পেয়েছিও। হয়তো এ জন্য আমাদের তিরিশ লাখ স্বজনের জীবন উৎসর্গ করতে হয়েছে। সম্ভ্রম হারিয়েছে আড়াই লাখ মা-বোন। ‘স্বাধীনতা’ এমন এক পবিত্র ও অমূল্য সম্পদ- যাকে পেতে মানুষ যে কোনো ত্যাগ স্বীকারেই প্রস্তুত।

১৯৭১ সালের মার্চ মাসে আমরা পরাধীন রাষ্ট্রের স্বাধীনতা চেয়েছি। ২০১৯ সালের এই মাসে আমরা আরো কিছু স্বাধীনতা চাই। আমরা অফিস-আদালতে ঘুষ না দিয়ে কাজ করার স্বাধীনতা চাই। হাসপাতালে ডাক্তারকে অতিরিক্ত ফি না দিয়ে চিকিৎসাসেবা পাওয়ার স্বাধীনতা চাই। সব শিক্ষাপ্রতিষ্ঠানের সবশ্রেণিতে বিনামূল্যে অধ্যয়নের স্বাধীনতা চাই। যে কোনো মুহূর্তে পুলিশ নামের আতঙ্ক থেকে স্বাধীনতা চাই।

বনদস্যুদের হাত থেকে বন, ভূমিদস্যুদের হাত থেকে ভূমি এবং জলদস্যুদের হাত থেকে জলসীমা রক্ষার স্বাধীনতা চাই। এমন কি আমরা গুম-খুন-ক্রসফায়ারের হাত থেকেও বাঁচার স্বাধীনতা চাই। চিরদিন জেনে এসেছি বাংলাদেশ অসাম্প্রদায়িক-ধর্মনিরপেক্ষ দেশ। আজ যে দিকে তাকাই সে দিকেই দেখি ধর্মীয় মৌলবাদীরা রক্তপিপাসু দীর্ঘ জিহ্বা বের করে মানুষের রক্তপান করতে চাপাতি হাতে দিগ্বিদিক ছুটছে।

উগ্র ধর্মীয় মৌলবাদীদের হাত থেকে ধর্ম রক্ষার স্বাধীনতা চাই। স্বাধীনতা চাই- সন্ত্রাস, চাঁদাবাজি, দালালির হাত থেকে। যারা নির্বিচারে ব্যাংক লুট করছে, শেয়ার মার্কেটের টাকা বিদেশে পাচার করছে- তাদের হাত থেকে ব্যাংক ও শেয়ার মার্কেট রক্ষার স্বাধীনতা চাই। সড়ক-মহাসড়কে নিরাপদ ভ্রমণের স্বাধীনতা চাই।

কেজো লোক রাস্তায় বের হলে অকেজো সিগন্যালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে, আমরা যানজটহীন রাস্তায় চলাফেরার স্বাধীনতা চাই। আমরা নির্মল উৎসব পালনের স্বাধীনতা চাই। নির্বিঘ্নে ভালোবাসার স্বাধীনতা চাই। মূর্খ নেতাদের খামখেয়ালি পীড়ন থেকেও স্বাধীনতা চাই।

আজ বাংলার সর্বত্রই আবর্জনার স্তূপ দেখা যায়। রাস্তায় আবর্জনা, ফুটপাতে আবর্জনা, শিক্ষাঙ্গনের সামনেও পড়ে থাকে পরিবেশ বিনষ্টকারী আবর্জনা। আমরা আবর্জনার দুর্গন্ধ নয়, ফুলের সৌরভ উপভোগের স্বাধীনতা চাই। ডাস্টবিনে নয়, শিশুপালন কেন্দ্রে নির্বিঘ্নে শিশুর বেড়ে ওঠার স্বাধীনতা চাই।

প্রতিদিনই কোনো না কোনোভাবে ব্যক্তি মানুষের স্বপ্ন বেহাত হয়ে যাচ্ছে। অন্ধকারে কেনাবেচা হচ্ছে আলোকিত মানুষের মগজ। আমরা স্বপ্ন নিয়ে বাঁচার স্বাধীনতা চাই। মেধাপাচার নয়, মেধা সংরক্ষণের স্বাধীনতা চাই। আইন অমান্য সংস্কৃতি থেকে আইন মেনে চলার পরিবেশ ফিরে পেতে চাই। বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, তুমি কি আমাদের স্বাধীনতার দাবিগুলো দয়ার্দ্র হৃদয়ে মঞ্জুর করবে?

সৈয়দ জাহিদ হাসান : কবি ও কথাশিল্পী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App