×

আন্তর্জাতিক

ভারতীয় সাবমেরিন আটকে দেয়ার দাবি পাকিস্তান নৌবাহিনীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০১৯, ০৫:০৬ পিএম

ভারতীয় সাবমেরিন আটকে দেয়ার দাবি পাকিস্তান নৌবাহিনীর
পাকিস্তানের জলসীমায় প্রবেশের সময় ভারতের একটি সাবমেরিন আটকে দেয়ার দাবি করেছে পাকিস্তান নৌবাহিনী। গতকাল সোমবার রাতে ওই সাবমেরিনটি পাকিস্তানের জলসীমায় প্রবেশের চেষ্টা করে বলে মঙ্গলবার পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে জানায় সংবাদ মাধ্যম দ্য ডন। নৌবাহিনীর মুখপাত্র বলেন, ‘অত্যাধুনিক প্রযুক্তির ওই ভারতীয় সাবমেরিনটি ধ্বংস করা পাকিস্তানের নৌবাহিনীর কাছে কোনো বিষয়ই ছিল না।’ ‘কিন্তু পাকিস্তান সরকার যুদ্ধ নয়, শান্তির নীতি গ্রহণ করায় সাবমেরিনটিকে অক্ষত অবস্থায় ছেড়ে দেয়া হয়।’ ২০১৬ সাল থেকে এ নিয়ে দুবার ভারতীয় সাবমেরিনকে রুখে দিল পাকিস্তানি নৌবাহিনী। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার শুরু গত ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় বিমানবাহিনী সেদিন ভোরে পাকিস্তানে ঢুকে হামলা করে। এরপর পাল্টা বিমান হামলা চালায় পাকিস্তান। এরপর বিমান হামলা চালাতে গিয়ে পাকিস্তানের হাতে আটক হন ভারতের এক বৈমানিক। অবশ্য শান্তি কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাকে মুক্ত করে দেন। তবে তাতেও দু দেশের মধ্যে যুদ্ধের উম্মাদনা প্রশমন হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App