×

জাতীয়

বুড়িগঙ্গার তীরে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০১৯, ১২:২৫ পিএম

বুড়িগঙ্গার তীরে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান শুরু
নদী রক্ষায় বুড়িগঙ্গার তীরে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। মঙ্গলবার সকালে রাজধানীর বসিলা ব্রিজের নিচে থেকে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। যতদিন পর্যন্ত নদীর তীরের সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হবে, ততদিন এ অভিযান চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়। এর আগে প্রথম দফায় বুড়িগঙ্গা তীরে ২৯ জানুয়ারি থেকে তিন দিন এবং ৫ ফেব্রুয়ারি থেকে তিনদিন- মোট ছয় দিন অভিযান চালানো হয়। এ অভিযানে নদী দখল করে থাকা কয়েকশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএ'র একটি সূত্র জানায়, সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত বুড়িগঙ্গার দুই তীরে যেসব অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ভাঙা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App