×

পুরনো খবর

আপনি কোন বিষয়টিকে বেশি প্রাধান্য দেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০১৯, ০৪:০১ পিএম

আপনি কোন বিষয়টিকে বেশি প্রাধান্য দেন
যখন বেতন নিয়ে কথা বলবেন, তখন কি টাকার বিষয়টিই বেশি প্রাধান্য পাবে, নাকি কোম্পানির প্রথম অফারটাই মেনে নেবেন? নতুন চাকরি প্রত্যাশীরা সাধারণত টাকার ব্যাপারে কথা বলতে পারেন না। আবার চাকরিটা হারানোর ভয়ে অনেকে বেশি টাকার প্রস্তাবও দিতে পারেন না। দুটো সিদ্ধান্তই সঠিক। তবে পরিস্থিতির উপর নির্ভর করে এগুতে হবে আপনাকে। সব সময় সমঝোতা : ক্যারিয়ার বিষয়ক লেখক আড্রিয়ানা লিয়ামস বলেন, কোনো কোম্পানি যখন তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেন, তখন সাধারণত বেতনের ব্যাপারে তারা সমঝোতা করে নেন। তার মতে, প্রথম পছন্দের মতো দ্বিতীয় পছন্দ কখনোই এতো ভালো হয় না। কোম্পানি তার প্রথম পছন্দের চাকরি প্রার্থীর জন্য সাধারণত বেশি বেতনের অফার দেন। তবে প্রতিটা কোম্পানির বেতন বাজেটের প্রতি শ্রদ্ধা রেখে চাকরি গ্রহণের আগে বেতন নিয়ে সমঝোতা করা নিয়োগ প্রক্রিয়ারই একটি অংশ। মার্কিন ক্যারিয়ার কোচ লরেন মিলিগানের মতে, আপনার সঙ্গে যদি নিয়োগদাতা বেতন নিয়ে সমঝোতা আলোচনা করতে চায়, তাহলে বুঝে নেবেন নিয়োগদাতা আপনাকে চাচ্ছেন। তার কাছে আপনার মূল্য রয়েছে। আর যদি তাদের প্রথম অফারটিতে আপনি রাজি না হয়ে একটু দ্বিমত প্রকাশ করেন, তাতে আপনার প্রতি নিয়োগদাতার আগ্রহ কমে যাবে না। আরেক ক্যারিয়ার কোচ ড্যারেল গারনে বলেন, অনেক কোম্পানির কিছু পদ থাকে, যেখানে কর্তৃপক্ষ আশা করেন যেন আপনি বেতন নিয়ে তাদের সঙ্গে সমঝোতায় আসেন আগে। তার মতে, বিজনেস ডেভেলপমেন্ট বা সেলসের পদে কর্তৃপক্ষ আপনাকে যে বেতন অফার করেন, বিনা দ্বিধায় তা মেনে নেয়া আপনার সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারে। কারণ এটি বিজনেসের মৌলিক শর্তকে উপেক্ষা করে। দরকষাকষি বিজনেসের একটি শর্ত। তাই কোনো প্রার্থী যদি বেতন নিয়ে সমঝোতা করতে আগ্রহ বা দক্ষতা দেখাতে ব্যর্থ হন, তাহলে নিয়োগদাতা তাকে প্রাথমিকভাবেই অযোগ্য মনে করতে পারেন। কখন সমঝোতা করা ঠিক না : অন্যদিকে অনেক ক্যারিয়ার বিশেষজ্ঞ বলেন, কিছু সময় আছে যখন বেতন নিয়ে সমঝোতা করা ঠিক না। কারণ যে বেতন আশা করছেন, কর্তৃপক্ষ হয়তো তার চেয়ে বেশি বেতন ধার্য করেছে জন্য। তাই আগে জেনে নিতে হবে কোম্পানি ওই পদের জন্য কত বেতন বরাদ্দ রেখেছে। জব সার্চ অ্যাডভাইজর লেভি মারগোলিনের মতে, যদি কোম্পানির দেয়া বেতনের অফারের সঙ্গে প্রত্যাশিত বেতনের বড় ধরনের ব্যবধান থাকে, তাহলে বেতন নিয়ে সমঝোতা করা সময়ের অপচয় ছাড়া আর কিছু না। আরেকটি সমস্যা হলো, আপনি হয়েতো একাধিকবার ইন্টারভিউ দিয়েছেন। নিয়োগদাতারা আপনাকে পছন্দও করেছেন, কিন্তু পরে বেতনের আলোচনায় আপনি এমন বেতনের কথা বলেন, যা নিয়োগদাতাদের বরাদ্দকৃত বেতনের চেয়ে দ্বিগুণেরও বেশি। এতে নিয়োগদাতারা আর আপনার সঙ্গে সমঝোতারও আগ্রহ খুঁজে পাবেন না। বেতন নিয়ে সমঝোতা করা সব সময় ঝুঁকির কাজ। তবে আপনার পছন্দ না হলে যদি অফারটা প্রত্যাখ্যান করেন, তাহলে আরেকজন যোগ্য এবং ওই বেতনে কাজ করতে ইচ্ছুক কোনো প্রার্থী হয়তো সে চাকরিটা পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App