×

জাতীয়

 শনিবার থেকে  আন্দোলনে যাচ্ছে খাগড়াছড়ি শ্রমিক ইউনিয়ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০১৯, ০৫:০১ পিএম

 শনিবার থেকে  আন্দোলনে যাচ্ছে খাগড়াছড়ি শ্রমিক ইউনিয়ন
 শনিবার থেকে  আন্দোলনে যাচ্ছে খাগড়াছড়ি শ্রমিক ইউনিয়ন
খাগড়াছড়ি-ফেনী-ঢাকা সড়কে চলাচলকারী যাত্রীবাহী পরিবহনে শ্রমিক নিয়োগসহ বিভিন্ন দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস/মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। সোমবার (৪মার্চ) দুপুর ১১টায় রামগড় উপজেলায় সংগঠনটির বাজারস্থ নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। লিখিত বক্তব্যে তিনি বলেন, খাগড়াছড়ি হতে ফেনী-ঢাকা সড়কে চলাচলকারী শান্তি পরিবহন মালিক গ্রুপের পরিবহনে শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা নিয়োগ না পাওয়ায় শতশত শ্রমিক বেকার হয়ে দু:খ কষ্টে মানবেতর জীবন অতিবাহিত করছে। শান্তি পরিবহন মালিক গ্রুপের বৈষম্যমূলক কর্মকান্ডের জন্য শ্রমিক ইউনিয়নভুক্ত শ্রমিকদের মধ্যে চাপা অসন্তোষ ও উত্তেজনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ২০১৫ সালে খাগড়াছড়ি শান্তি পরিবহন মালিক গ্রুপ, আন্ত:জেলা ফেনী-রামগড় খাগড়াছড়ি বাস মালিক সমিতি, খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যকার সম্পাদিত চুক্তিনামাকে অগ্রাহ্য করে শান্তি পরিবহনের ব্যানারে শান্তি পরিবহন মালিক গ্রুপ শ্রমিক ইউনিয়নভুক্ত শ্রমিকদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে শতশত শ্রমিককে পথে বসাতে চাচ্ছে। অনেক চেষ্টা করেও তাদেরকে আলোচনায় বসাতে সম্ভব হচ্ছেনা বিধায় আন্দোলনের পথে যেতে বাধ্য হচ্ছেন বলেও তিনি জানান। ইতিমধ্যে বিষয়টি অবগতি করে জেলার জনপ্রতিনিধি ও প্রশাসনকে লিখিত আবেদনও করা হয়েছে। তিনি আরো জানান, আগামী ৭২ ঘন্টার মধ্যে চলাচলকারী পরিবহনগুলোতে শ্রমিক নিয়োগ না করলে শনিবার থেকে কঠোর আন্দোলনের ঘোষনা দেয়া হবে। এসময় সংগঠনের সভাপতি মো: জানু মিয়া, সহ-সভাপতি ইদ্রিস মিয়া, কোষাধ্যক্ষ মুকবুল আহাম্মদ, সহ-সম্পাদক মো: ইব্রাহিম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মৃদুল চক্রবর্তী প্রমূখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App