×

খেলা

রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে গেল বার্সা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০১৯, ০৩:০৭ পিএম

রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে গেল বার্সা
আরো একটি এল ক্লাসিকো এবং ফের রিয়াল মাদ্রিদের হার। ফুটবলের চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে চারটি এল ক্লাসিকো অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৩টিতেই জিতেছে বার্সেলোনা, অপরটি ড্র। তিন দিন আগে বার্সার মাঠে স্প্যানিশ কোপা ডেল রের শেষ চারের দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্ব›দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে গ্লাকটিকোদের হারিয়ে কোপা ডেল রের চলতি মৌসুমের ফাইনালে জায়গা করে নিয়েছে কোচ আর্নেস্তো ভালভের্দের শিষ্যরা। সেই হারের প্রতিশোধ নেয়ার লক্ষ্য নিয়েই গতকাল স্প্যানিশ লা লিগার ম্যাচে বার্সার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচটি কোচ সান্টিয়াগো সোলারির শিষ্যরা হেরেছে ১-০ গোলের ব্যবধানে। এ ম্যাচে বার্সার হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন দলটির ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচ। এ জয়ে দীর্ঘ ৮৭ বছর পর এল ক্লাসিকোতে জয়ের পরিসংখ্যানে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলল বার্সা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দুদলের মুখোমুখি লড়াইয়ে এখন বার্সার জয় ৯৬টি। আর রিয়াল মাদ্রিদ জিতেছে ৯৫টি ম্যাচে। বার্সার বিপক্ষে হেরেই কোপা ডেল রের চলতি মৌসুমের ফাইনালে উঠার স্বপ্ন ভেঙেছে সার্জিও রামোসের দলের। সেই হারের প্রতিশোধ নেয়ার লক্ষ্য নিয়েই গতকাল নিজেদের মাঠে আর্নেস্তো ভালভের্দের শিষ্যদের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের পারফরমেন্স ছিল হতাশ করার মতো। খেলায় ছিল না কোনো পরিকল্পনার ছাপ। একমাত্র ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ছাড়া আর কারো পারফরমেন্সই নজর কাড়তে পারেনি। রিয়ালের আক্রমণভাগের দুই অভিজ্ঞ তারকা করিম বেনজেমা ও গ্যারেথ বেলের পারফরমেন্স ছিল একেবারেই অনুজ্জ্বল। অনেক দিন পর খেলার সুযোগ পাওয়া ইস্কোও মেলে ধরতে পারেননি নিজেকে। অন্যদিকে ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটি পায় বার্সেলোনা। এ সময় লুইস সুয়ারেজের সঙ্গে বল দেয়া-নেয়া করে রিয়ালের ডি-বক্সের ভেতর ঢুকে গোলপোস্ট লক্ষ্য করে শট নেন মেসি। কিন্তু তার শট থেকে ছুটে আসা বল চলে যায় গোলপোস্টের কিছুটা বাইরে দিয়ে। এর ৭ মিনিট পরেই কাক্সিক্ষত গোলের দেখা পায় সফরকারীরা। সার্জি রবার্টোর দিকে বল বাড়িয়ে দ্রুত ডি-বক্সের সামনে এগিয়ে যান রাকিটিচ। সার্জিও রামোসকে কাটিয়ে সার্জি রবার্টো বল বাড়ান ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের দিকে এবং আচমকা রিয়ালের গোলাপোস্ট লক্ষ্য করে জোরালো শট নেন রাকিটিচ। তার শট স্বাগতিকদের জালে জড়ালে এগিয়ে (১-০) যায় লিওনেল মেসির দল। প্রথমার্ধের শেষদিকে দ্বন্দ্বে জড়ান মেসি ও রামোস। দুই অধিনায়কের দ্ব›দ্ব পরবর্তী সময়ে আরো উত্তেজনা আনে ম্যাচে। কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের স্বস্তির জয় পায় বার্সেলোনা। এ জয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরো একধাপ এগিয়ে গেল কাতালান ক্লাবটি। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে আছে তারা। সমানসংখ্যক ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান টেবিলের তিন নম্বরে। আর দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ২৫ ম্যাচে ৫০।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App