×

খেলা

ফেদেরারের শিরোপার সেঞ্চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০১৯, ০৪:০৬ পিএম

ফেদেরারের শিরোপার সেঞ্চুরি
টেনিস ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে শিরোপা জয়ের সেঞ্চুরি করলেন সুইস টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। দুবাই চ্যাম্পিয়নশিপের ফাইনালে গ্রিসের স্টেফানোস সিসিপাসকে হারিয়ে এ কীর্তি গড়েন তিনি। ফেদেরারের আগে টেনিসে শিরোপার সেঞ্চুরি করেছিলেন আমেরিকান টেনিসার জিমি কনরস। ক্যারিয়ারে তিনি জিতেছেন ১০৯টি শিরোপা। ৬৭টি শিরোপা জিতে এ তালিকায় তৃতীয় স্থানে আছেন মার্টিনা নাভ্রাতিলোভা। কয়েক দিন আগে সিসিসপাসের বিপক্ষে হেরেই ফেদেরারকে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে পড়তে হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রজার ফেদেরার টুর্নামেন্টের ফাইনালে স্টেফানোসকে ৬-৪, ৬-৪ গেমে হারান। ২০০১ সালের ৪ ফেব্রুয়ারি ইতালির মিলানে ফেদেরার ক্যারিয়ারে প্রথম শিরোপা জিতেছিলেন। শততম ট্রফি জিতে ফেদেরার বলেন, আমি আনন্দিত। দুবাইয়ে অষ্টম শিরোপা জেতার সঙ্গে সঙ্গে আমার শততম মুকুট জেতাও হয়ে গেল। একশ শিরোপা জেতার পথে ফেদেরার ২০০৬ সালে ছিলেন নিজের সেরা ছন্দে। ওই বছর ১২টি শিরোপা জিতেছিলেন সুইস তারকা। তা ছাড়া ২০০৪ এবং ২০০৫ সালে জিতেছেন ১১টি করে শিরোপা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App