×

জাতীয়

নবাবগঞ্জ উপজেলা নির্বাচনের প্রচারনা তুঙ্গে,কদর বাড়ছে ভোটারদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০১৯, ০৫:০৮ পিএম

নবাবগঞ্জ উপজেলা নির্বাচনের প্রচারনা তুঙ্গে,কদর বাড়ছে ভোটারদের
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাচনে জমে উঠেছে প্রার্থীদের প্রচারনা, গ্রামে-গঞ্জে পোষ্টার,ব্যানারে ছেয়ে গেছে আর চায়ের দোকানে সাধারন ভোটাররা করছে হার-জেতার হিসাব । এবারে এ উপজেলায় মোট ১২ জন প্রার্থী প্রতিদন্দ্বীতা করছে।এর মধ্যে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। চেয়ারম্যান পদে ৪জন প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান (নৌকা), উপজেলা আঃ লীগের যুগ্ন সাঃ সম্পাদক হাফিজুর রহমান (মোটরসাইকেল), উপজেলা আঃ লীগের সদস্য নিজামুল হাসান শিশির (আনারস)ও বিকল্প ধারা বাংলাদেশের মনোনিত প্রার্থী শাহ্ আলম শাহিন (কুলা)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২জন প্রতিদ্ব›দ্বীতা করছেন। স্থানীয় আওয়ামী লীগের সমর্থনে নবাবগঞ্জ উপজেলা আঃ লীগের সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন (তালা) ও উপজেলা আওয়ামী কৃষক লীগের সাঃ সম্পাদক আঃ রাজ্জাক (টিউবওয়েল)। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীরা হলেন, উপজেলা মহিলা আঃ লীগের সাঃ সম্পাদিকা পারুল বেগম (পাখা),আঃ মহিলা লীগের সভানেত্রী হোসনে আরা বেবি (হাসঁ), উপজেলা আওয়ামী মহিলা বিষয়ক সম্পাদক রাজেয়া বেগম (তীর ধনুক)ও সাবেক ভাইস চেয়ারম্যান শেফালী বেগম। এছাড়াও বিএনপি সমর্থিত মোছা লিপি বেগম (কলসী) ও শাবানা বেগম ফুটবল প্রতীকে লড়ছেন। ২য় পর্যায়ে এ উপজেলায় নির্বাচনের দিন আগামী ১৮ মার্চ। গত নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে প্রার্থীর সংখ্যা তুলনামুলকভাবে কম হওয়ার ফলে সাধারন ভোটারদের কদর বেড়েছে প্রার্থীদের কাছে। উপজেলা ৯টি ইউনিয়নে দফায় দফায় ভোটারদের কাছে দিনে রাতে পালা করে ছুটছেন প্রার্থীরা আর চা হোটেল গুলোতে সাধারন ভোটারদের শুরু হয়েছে নির্বাচনে জয় পরাজয় নিয়ে বিশ্লেষন। ভোটের দিন যতই এগুচ্ছে এ উপজেলায় নির্বাচনী আমেজ ততই উৎসবমুখর হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App