×

জাতীয়

ওবায়দুল কাদেরের চিকিৎসায় বিএসএমএইউতে দেবী শেঠী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০১৯, ০২:২৬ পিএম

ওবায়দুল কাদেরের চিকিৎসায় বিএসএমএইউতে দেবী শেঠী
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসায় ভারতের ব্যাঙ্গালুরু থেকে কলকাতা হয়ে ঢাকায় পৌঁছেছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী। সোমবার (০৪ মার্চ) বেলা পৌনে একটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তাকে বহনকারী ফ্লাইট। বিমানবন্দরে আগে থেকে অবস্থান করা একটি চিকিৎসক প্রতিনিধি দল তাকে নিয়ে বেলা দেড়টার দিকে কালো রংয়ের প্রাইভেট কারে করে বিএসএমএইউতে প্রবেশ করে। এসময় ডা. দেবী শেঠীকে বিএসএমএমইউ-তে অভ্যর্থনা জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএসএএমইউ এর প্রক্টর অধ্যাপক সৈয়দ মোজাফফর আহমেদ। জানা যায়, ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠীসহ আগে গঠিত ১৯ সদস্যের মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে নতুন মেডিকেল বোর্ড গঠন হবে। তারা কাদেরের চিকিৎসার বিষয়ে পরবর্তী করণীয় কি সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।তাছাড়া তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে কিনা সেটাও ওই নতুন মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। হাসপাতাল সূত্র জানায়, ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়ার বিষয়ে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সও। সিদ্ধান্ত আসা মাত্রই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সকালে ওবায়দুল কাদেরকে দেখতে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, আমাদের দলের সাধারণ সম্পাদকের অবস্থা আগের চেয়ে ভালো। শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। আশা করছি, এমন উন্নত চিকিৎসা ব্যবস্থাপনার পর তিনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। সর্বোপরি আমরা আশাবাদী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App