×

জাতীয়

ওবায়দুল কাদেরের চিকিৎসায় ঢাকায় আসছেন দেবী শেঠী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০১৯, ১২:২১ পিএম

ওবায়দুল কাদেরের চিকিৎসায় ঢাকায় আসছেন দেবী শেঠী
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসায় ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী ঢাকায় আসছেন। রবিবার (০৪ মার্চ) বেলা ১২টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের প্রখ্যাত এ হৃদরোগ বিশেষজ্ঞের অবতরণ করার কথা রয়েছে। এরই মধ্যে বিএসএমএমইউ'র একটি প্রতিনিধি দল বিমানবন্দরে গেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএসএমএমইউ'র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এরই মধ্যে ব্যাঙ্গালুরু থেকে দেবী শেঠী কলকাতায় এসে পৌঁছছেন। তিনি বাংলাদেশ আসার জন্য যে প্রক্রিয়া (ভিসা সংক্রান্ত) সেটা সম্পন্ন হতে চলছে। আমরা আশা করছি, প্রক্রিয়া শেষ করার পর তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। এর আগে রবিবার রাতে সংবাদ সম্মেলনে ডা. কনক কান্তি বলেছিলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি হাত-পা নাড়ছেন, প্রস্রাব হচ্ছে, যেটা দুপুরের দিকে একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। তার অবস্থা এখন উন্নতির দিকে। প্রথমে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা চিন্তা করা হলেও পরে সেখান থেকেই ঢাকায় আসা মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে আপাতত সিঙ্গাপুর না নেওয়ার সিদ্ধান্ত হয়। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখে বেরিয়ে সাংবাদিকদের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ভারতের বিখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ঢাকায় আসছেন। আজ দুপুরে তাঁর ঢাকায় আসার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App