×

জাতীয়

হিলিতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০১৯, ০৪:২৬ পিএম

হিলিতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
দিনাজপুরের হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে নিয়ে আসার সময় ১ হাজার ১৯৯ বোতল ফেন্সিডিল ও ৯ শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে বিজিবি। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার আবু সাঈদ জানান, ভারত থেকে ফেন্সিডিলের বড় একটি চালান নিয়ে এক দল চোরাকারবারী দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। এমন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এসময় ১০/১৫জনের একটি চোরাকারবারী দল ফেন্সিডিল নিয়ে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করলেই বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে চোরাকারবারী ৬টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা গুলি উদ্ধার করে তার ভেতর হতে ১ হাজার ১৯৯ বোতল ফেন্সিডিল ও ৯শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও গাঁজাগুলি ধ্বংস করনের লক্ষ্যে জয়পুরহাট ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App