×

জাতীয়

রাজশাহী সেনানিবাসে প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০১৯, ১২:৫০ পিএম

রাজশাহী সেনানিবাসে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার সকালে রাজশাহী পৌঁছেছেন। সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারে করে রাজশাহী সেনানিবাসে পৌঁছান তিনি। পরে দুপুর পৌনে ১২টায় শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে আসেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৭, ৮, ৯ এবং ১০ বীর-এর ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেনানিবাসের অনুষ্ঠান শেষেই প্রধানমন্ত্রী রাজশাহী ত্যাগ করবেন। এদিন রাজশাহীতে তার আর কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বীর রেজিমেন্টের চারটি ব্যাটালিয়নকে জাতীয় পতাকা (ন্যাশনাল স্টান্ডার্ড) প্রদান ও প্যারেড পরিদর্শন করেছেন। দুপুর সোয়া ১২টায় সেনা সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে শুরু করেন শেখ হাসিনা। বিকেলে তিনি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ রাজশাহীর এমপিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহী শহরজুড়ে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। টহল দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App