×

জাতীয়

মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০১৯, ০৩:৫৫ পিএম

মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদের রোববার (৩রা মার্চ) সকালে জেলেদের মাঝে ভিজিডি’র চাউল বিতরণ করা হয়েছে। ২শ’ ৪৮ জন তালিকাভ‚ক্ত জেলে পরিবারের মাঝে ৪০ কেজি করে ৯.৯২০ মেট্টিক টন চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন চেয়ারম্যান ছোবহান সরকার সুভা। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, ইউপি সচিব শ্যামল চন্দ্র দাস, ইউপি সদস্য মাহফুজ সরকার, সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা ইয়াসমিন স্বপ্না’সহ আরো অনেকে। চাউল বিতরণ পূর্বে ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার গরীব বান্ধব সরকার। বাংলাদেশ মধ্য আয়ের দেশ থেকে মধ্য আয়ের এবং ২০৪১ সনের মধ্যে উন্নত দেশের সমকক্ষ হবে। আওয়ামীলীগ ক্ষমতায় এলে গরীবের মুখে হাসি ফোটে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ২ মাস সকল ধরনের মাছ ধরা বন্ধ রেখেছে। ইলিশ রক্ষায় সময় যাতে কোন জেলে নদীতে জাল না ফেলতে পারে সে দিকে খেয়াল রেখে বিশেষ বরাদ্দের চাউল বিতরণ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App