×

তথ্যপ্রযুক্তি

বাজারে নতুন দুই স্মার্ট-হাইব্রিড গাড়ি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০১৯, ০৩:৫৬ পিএম

বাজারে নতুন দুই স্মার্ট-হাইব্রিড গাড়ি
দেশের বাজারে নতুন স্মার্ট-হাইব্রিড গাড়ি উন্মোচন করেছে। গাড়ি দুটির মডেল সুজুকি সিয়াজ ও আরটিগা। এই গাড়িগুলোর বিশেষত্ব হলো এগুলো নেক্সট জেনারেশনের স্মার্ট-হাইব্রিড গাড়ি। এগুলো স্মার্ট টেকনোলজির সঙ্গে লিথিয়াম আয়ন ব্যাটারি সমৃদ্ধ ১৫০০ সিসির পেট্রোল ইঞ্জিন গাড়ি এবং খুবই জ্বালানী সাশ্রয়ী ও অত্যাধুনিক। সস্প্রতি রাজধানীর তেজগাঁও উত্তরা মোটরস লিমিটেডের কার্যালয় এই গাড়িগুলো উদ্বোধন ও বিক্রির ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান। তিনি বলেন, জ্বালানি সাশ্রয়ী গাড়ি হিসেবে বিশ্বব্যাপী ব্যাপক সুনাম রয়েছে সুজুকির। এর সঙ্গে নতুন প্রযুক্তির নতুন মডেলের অসাধারণ গাড়ি দুটিও বাংলাদেশের গাড়ি প্রেমীদের চাহিদা পূরণ করবে। নতুন সুজুকি সিয়াজ ও আরটিগা উভয় গাড়িতেই নতুন ১৫০০ সিসির কে১৫ পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং উভয় গাড়িতেই স্মার্ট-হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও, জাপানি প্রযুক্তির উন্নত মানের লিথিয়াম-আয়ন ব্যাটারি সংযুক্ত করা হয়েছে দুটো মডেলেই। আকর্ষণীয় ডিজাইনসহ গাড়িগুলোতে আছে আরামদায়ক ফুল লেদারের বিলাসবহুল আসন, প্রশস্ত লেগ স্পেস, এলইডি প্রজেক্টর, অটো হেডল্যাম্প, পুশ বাটন স্টার্ট এবং গুগলম্যাপ সমৃদ্ধ আধুনিক ড্যাশবোর্ড। গাড়িগুলো প্রতি লিটারে মাইলেজ দিবে ২০.২৮ কিলোমিটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App