×

খেলা

ফুরফুরে মেয়েদের প্রতিপক্ষ চীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০১৯, ০২:৪৬ পিএম

ফুরফুরে মেয়েদের প্রতিপক্ষ চীন
মিয়ানমারে চলমান এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে ফিলিপাইনকে ১০-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত চূড়ান্ত পর্ব। আজ গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে চীনের বিপক্ষে মাঠে নামছে মারিয়ারা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় খেলাটি শুরু হবে। প্রতিপক্ষ হিসেবে ফিলিপাইন ও চীন বাংলাদেশের সামনে একেবারে নতুন। ফিলিপাইন ও চীনের সঙ্গে আগে কখনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খেলেনি বাংলাদেশের মেয়েরা। তবে ২০১৭ সালে এই টুর্নামেন্টের চ‚ড়ান্ত পর্বে থাইল্যান্ডে খেলতে যাওয়ার প্রস্তুতি হিসেবে চীনে চারটি প্রীতি ম্যাচ খেলেছিল তারা। যার দুটি ছিল দেশটির অনূর্ধ্ব-১৪ দলের বিপক্ষে এবং দুটি প্রাদেশিক দলের বিপক্ষে। চার ম্যাচের দুটি জিতেছিল বাংলাদেশ। হেরেছিল একটি, অন্যটি ড্র। চীন সম্পর্কে তাই ভালো ধারণা আছে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনের। স্বাগতিকদের বিপক্ষে জয়ের পর অনূর্ধ্ব-১৬ এবং সিনিয়র গ্রুপ ফুরফুরে মেজাজে দিন অতিবাহিত করেছে। তারা পুলে হালকা সময় কাটানো, ফোম রোলার এবং জিমে সময় কাটিয়েছে। শামসুন্নাহার জুনিয়র, তাহুরা ও রূপা সামান্য আঘাতপ্রাপ্ত, তাই তারা দলের ফিজিওর সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিল। ছোটন বলেন, বাস্তবতা হচ্ছে তারা একটি মানসম্পন্ন দল, কিন্তু আমরা এটাকে ধারাবাহিকভাবে শেখার এবং উন্নতি করার একটি মহা সুযোগ হিসেবে দেখছি। তিনি আরো বলেন, গতকালের সাফল্যের পর শক্তিশালী চীনের মতো প্রতিপক্ষের বিপক্ষে খেলার আগে দলের কেউ বিশ্রামে নেই। আমরা এখন শক্তিশালী চীনের বিপক্ষে খেলতে প্রস্তুত। এটা একটা দুর্দান্ত সুযোগ যে, এই ধরনের দক্ষ প্রতিপক্ষের মোকাবেলা করতে যাচ্ছি। নিজেদের প্রথম ম্যাচে ফিলিপাইনকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। মিয়ানমারকে হারানো চীন শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনকে ৭-০ গোলে হারিয়ে মূল পর্বের টিকেট নিশ্চিত করে। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপে বাংলাদেশের ওপরে আছে তারা। বাংলাদেশের আগে চীনের বিপক্ষে ৫-০ গোলে হেরে যায় মিয়ানমার। চীনের কাছে প্রথম ম্যাচে ৫-০ গোলে হেরেছিল মিয়ানমার। টানা দুই হারে মূল পর্বে ওঠার আশা শেষ হয়ে গেছে তাদের। বাছাইয়ের প্রথম পর্বে ৬ গ্রুপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, চীন, লাওস, অস্ট্রেলিয়া, মিয়ানমার ও থাইল্যান্ড। সেরা দুই রানার্সআপ ভিয়েতনাম ও ফিলিপাইন। তবে থাইল্যান্ড স্বাগতিক হিসেবে সরাসরি মূল পর্ব খেলবে বলে তাদের বদলে ওই গ্রæপ থেকে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ মিলেছে ইরানের। এএফসির এবারের নিয়ম অনুযায়ী এই আট দল নিয়ে দুই গ্রুপে হচ্ছে দ্বিতীয় রাউন্ড। দুই গ্রুপের থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল যাবে থাইল্যান্ডে মূল পর্বে। স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে চ‚ড়ান্ত পর্বে সরাসরি খেলবে গত আসরের শীর্ষ ৩ দল উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান। আর বাছাইয়ের দ্বিতীয় পর্ব থেকে উঠবে চার দল। ইতোমধ্যে বাংলাদেশ ও চীন নাম লিখিয়েছে এশিয়া সেরা ৮ দলের তালিকায়। অন্য গ্রুপ থেকে উঠবে দুই দল। বাছাইয়ের দ্বিতীয় পর্বের ‘এ’ গ্রুপের খেলা শুরু হবে ৩ মার্চ থেকে। যেখানে আছে অস্ট্রেলিয়া, লাওস, ভিয়েতনাম ও ইরান। ২০২০ সালের বিশ^কাপের আয়োজক হওয়ার দৌড়ে আছে ভারত ও ফ্রান্স। ফিফার পরবর্তী কাউন্সিলে চ‚ড়ান্ত হবে কোন দেশ নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করবে। বিশ্বকাপে খেলবে ১৬ দেশ। যার মধ্যে এশিয়ার তিনটি। বাংলাদেশের মেয়েরা এশিয়ার সেরা ৮ এ থাকলে তিনে চোখ তো রাখতেই পারে। যদিও লক্ষ্যটা কঠিন বাংলাদেশের জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App