×

আন্তর্জাতিক

পাইলট অভিনন্দনের দেহ স্ক্যান করবেন গোয়েন্দারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০১৯, ১১:৪৮ এএম

ঘরে ফিরেছেন পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়া ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান। দেশের মাটিতে পা রেখে অভিনন্দন তার প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন, দারুণ লাগছে। তবে এ দারুণ অনুভূতি কতক্ষণ থাকবে তা বলা যাচ্ছে না। শত্রু র গুহা থেকে ফিরে আসা অভিনন্দনকে নিরাপত্তার স্বার্থেই এখনো আরো অনেক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ পাইলটকে মুক্তি দেয়ার ঘোষণা দেন। দুই দফা সময় পরিবর্তনের পর তাকে হস্তান্তর করা হয়। গত শুক্রবার সকালে প্রথমে ইসলামাবাদ থেকে বিমানে লাহোর, সেখান থেকে সড়কপথে ওয়াঘা সীমান্তে নেয়া হয়। সীমান্তের কাস্টমস দপ্তরে দীর্ঘক্ষণ নথিপত্র যাচাইয়ের পর একপ্রস্থ শারীরিক পরীক্ষা করা হয় অভিনন্দনের। এ সময় তাকে চা খেতে দেয় পাকিস্তানি সেনারা। ফিরিয়ে দেয়া হয় তার সার্ভিস রিভলভারটিও। ইন্টারন্যাশনাল রেড ক্রসের মাধ্যমে প্রত্যর্পণের ব্যবস্থা করা হয়। বন্দিকে শারীরিক ও মানসিক সুস্থ অবস্থায় ফেরানো হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে তৈরি করা হয় নানাবিধ নথিপত্র। নো ম্যানস ল্যান্ড পেরিয়ে ভারতের আটারি সীমান্তে তাকে স্বাগত জানান ভারতীয় বিমানবাহিনীর প্রতিনিধিরা। এরপর সড়কপথে তাকে অমৃতসর বিমানবন্দরে এবং বিশেষ বিমানে দিল্লি নিয়ে যাওয়া হয়। ভারতীয় গণমাধ্যম জানায়, পাইলট অভিনন্দনকে নিরাপত্তা পরীক্ষার জন্য ভারতীয় বিমান বাহিনীর গোয়েন্দা দপ্তরে নেয়া হবে। সেখানে তাকে বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষার মুখোমুখি হতে হবে। তার গোটা দেহ স্ক্যান করা হবে। পাকিস্তানিরা কোনো গোপন নজরদারি যন্ত্র (মাইক্রোচিপ) তার শরীরে বসিয়েছে কিনা, সে পরীক্ষা হবে। নানা রকম মনস্তাত্বিক পরীক্ষাও দিতে হবে তাকে। ভারতের গোয়েন্দা ব্যুরোর সামনে তাকে বিশদ বিবরণ দিতে হবে তার। তবে মানসিক ধকল সামাল দিয়ে এখনই ওই জিজ্ঞাসাবাদের পর্বটি করা হবে কিনা, তা নিশ্চিত করা যায়নি। এর আগেকার ভিডিওগুলোতে অভিনন্দনকে শক্ত-সমর্থ বলেই মনে হয়েছে। গত বুধবার পাকিস্তানি আইএসপিআরের প্রকাশিত ১ মিনিট ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, চা পান করছেন অভিনন্দন। নিজের নাম-পরিচয় জানিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলছেন। ভিডিওতে নিজেকে তিনি, নাম অভিনন্দন ও বাড়ি দক্ষিণ ভারত, বলে উল্লেখ করেন। এ সময় তিনি আরো বলেন, আমি সুচিকিৎসা পাচ্ছি। ভারতেরও উচিত এমন পথ অনুসরণ করা। যুদ্ধবিমান ভ‚পাতিত হওয়ার পরমুহূর্ত সম্পর্কে ভারতীয় পাইলট বলেন, ক্রুদ্ধ জনতার হাত থেকে পাকিস্তানি সেনারা আমাকে উদ্ধার করেন। আমার চিকিৎসার ব্যবস্থা করেন। আমি পাকিস্তানি সেনাদের ব্যবহারে অভিভূত। উল্লেখ্য, শুরুতে ভারতের পক্ষ থেকে কোনো বৈমানিক ধরা পড়ার বিষয়টি অস্বীকার করা হলেও পাকিস্তানের ভিডিও প্রকাশের পর স্বীকার করে নেয় ভারত। পরে তাকে ছাড়ানোর প্রক্রিয়া শুরু হয়। ভারত বলছে, জেনেভা কনভেনশন অনুযায়ী অভিনন্দনকে ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তাান। তবে পাকিস্তান বলছে, শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতেই তাদের এ উদ্যোগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App