×

জাতীয়

দাউদকান্দিতে সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০১৯, ০৩:৫১ পিএম

দাউদকান্দিতে সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন
কুমিল্লার দাউদকান্দিতে সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পরিবহন মালিক শ্রমিক সংগঠন।আজ রোববার সকালে পেন্নাই-মতলব-বাবুরহাট সড়কের প্রবেশপথ গৌরীপুর মোড়ে অনুষ্টিত বিক্ষোভ সমাবেশ শেষে সড়কটিতে সকল প্রকার পরিবহন চলাচল বন্ধ করে লাগাতার ধর্মঘটের ডাক দেন সংগঠনের নেতারা। পরে দুপুরে সড়ক ও জনপথ(সওজ) গৌরীপুর অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী জাফরুল হায়দার এর আশ্বাসে ধর্মঘট তুলে নেয় পরিবহন নেতারা। রোববার সকালে কুমিল্লার দাউদকান্দি গৌরীপুরে পেন্নাই-মতলব-বাবুরহাট সড়কের ধর্মঘটে । চলাচলকারী বাস, মতলব এক্সপ্রেস, জৈনপুরি পরিবহন, লোকাল মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিক্সা মালিক চালক সমিতি এ ধর্মঘটের ডাক দেন। রোববার সকাল থেকে চলা ধর্মঘটে যানবাহন চলাচল বন্ধ থাকায় এসড়কে চলাচলকারী যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়েন। এ সড়কে চলাচলকারী বাস মতলব এক্সপ্রেস এর পরিচালক মিজানুর রহমান, জৈনপুরি পরিবহনের পরিচালক কামাল সরকার ও সিএনজি চালক ইসমাইল রিপন জানান, প্রায় তিন বছর পেন্নাই-মতলব সড়ককের দাউদকান্দি অংশে নায়েরগাও পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির পুরো অংশজুড়ে অসংখ্য খানাখন্দে ভরা। বর্তমান বর্ষা মৌসুমে রাস্তায় পানি জমে যাওয়ায় যানবাহন চলাতো দুরের কথা পথচারীদের পায়ে হেঁটে অতিক্রম করাও কষ্টকর। সড়কটি দেখে মনে হয় কোন চাষের জমি। সংস্কারের অভাবে খানাখন্দে ভরা সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন আমাদের চলাচল করতে হচ্ছে। ফলে প্রাই আমাদের যানবাহন ও আমরা দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। আজকে আমরা আন্দোলন করায় কর্মকর্তারা ছুটে এসেছে এবং তাদের আশ্বাসে আমরা ধর্মঘটে প্রত্যাহার করেছি। সড়ক ও জনপথ(সওজ) এর উপ-বিভাগীয় প্রকৌশলী(গৌরীপুর) জাফরুল হায়দার জানান, পেন্নাই-মতলব-বাবুরহাট সড়কের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আজ(রোববার) আন্দোলনকারীদের সাথে নিয়ে সড়কটি পরিদর্শন করেছি। আগামী এক সপ্তাহের মধে ঠিকাদার কাজ শুরু করবে বলে আশাকরছি ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App