×

খেলা

কোহলিদের জার্সিতে নতুনত্ব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০১৯, ০২:২২ পিএম

কোহলিদের জার্সিতে নতুনত্ব
আসন্ন বিশ্বকাপের আগে ভারতীয় দলের নতুন জার্সি উন্মোচন করেছে দলের কিট স্পন্সর নাইকি। গত পরশু হায়দরাবাদে জার্সি উন্মোচন অনুষ্ঠানে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ছাড়াও উপস্থিত ছিলেন এম এস ধোনি, পৃথ্বিশ, আজিঙ্কা রাহানে, হরমনপ্রিত কৌর ও জেমাইমা রড্রিগেজ। এবার বিশ্বকাপ জার্সিতে কোহলিদের জন্য নতুন চমক থাকছে। ক্রিকেটের দুই ফরমেট মিলিয়ে ভারতের তিনবার বিশ্বকাপ জয়ের জন্য তিনটি তারা লাগানো থাকবে। এর আগে ২০১৫ সালে ভারতের জার্সিতে বিসিসিআইয়ের লোগোর ওপরেই তিনটি তারা ছিল। নতুন জার্সিতে সেই তিন তারার স্থান হয়েছে পিছন দিকে। একই সঙ্গে জার্সিতে সেই তিন বিশ্বকাপ ফাইনালের তারিখ ও স্কোরও রয়েছে। জার্সির কলারের নিচে তিনবারের বিশ্বকাপ জয়ের দিন উল্লেখ থাকবে। তিনটি তারিখ হলো ১৯৮৩ সালের ২৫ জুন, ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ও ২০১১ সালের ২ এপ্রিল। নতুন জার্সিটি তৈরি করা হয়েছে পুনর্ব্যবহার্য দ্রব্য থেকে। ২০১৫ সালের বিশ^কাপের জার্সিটিও এভাবেই তৈরি করা হয়েছিল। জার্সির রংয়ে ও নকশাতেও বিশেষ পরিবর্তন করা হয়নি। বাকি অংশের থেকে হাতাগুলো সামান্য হাল্কা রংয়ের। বুকের কাছে কমলা রংয়ে ইন্ডিয়া লেখা। দুই দিকে একটু করে কমলা ডোরাও রয়েছে। এ ছাড়া কোহলিদের নতুন জার্সির বিশেষত্বগুলো হচ্ছে, জার্সির কলারের নিচের অংশ তেরঙ্গার রংয়ে রাঙানো হয়েছে। জার্সির কলারের বাইরের অংশে থাকছে কমলা রং। তারুণ্যে ভরা ভারতীয় দলের প্রতীক হিসেবে কমলা রংকে এই অংশে বেছে নেয়া হয়েছে। ঘামের অস্বস্তি থেকে মুক্তি দেবে অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি এই নতুন জার্সি। তিন বিশ্বকাপ জয়ের দিন লেখা জার্সিই ইংল্যান্ডের মাটিতে কোহলিদের নতুন করে বিশ্বকাপ জয়ের অনুপ্রেরণা জোগাবে এমনটাই মনে করছে ভারতের ক্রিকেট ভক্তরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App