×

তথ্যপ্রযুক্তি

ইয়ামাহার তিন চাকার বাইক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০১৯, ০৩:৩৬ পিএম

ইয়ামাহার তিন চাকার বাইক
আকর্ষণীয় মডেলের তিন চাকার স্পোর্ট বাইক উন্মুক্ত করেছে জাপানি মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইয়ামাহা। ৪৫তম বার্ষিক টোকিও মোটর শোতে এই বাইক উন্মুক্ত করা হয়। লিনিং মাল্টি হুইলার (এলএমডবি্লউ) প্রযুক্তির এই বাইকের নাম দিয়েছে প্রতিষ্ঠানটি ‘নিকেন’। জাপানি শব্দ ‘নি’ এর অর্থ দুই এবং ‘কেন’ মানে তরবারি। আর তাই নামটি সামনে দুই চাকার সঙ্গে ভালো মানিয়ে যায়। প্রতিষ্ঠানের দাবি, এই বাইকের এলএমডবি্লউ প্রযুক্তি রাইড এনভায়রনমেন্ট পরিবর্তনের প্রভাব কমাতে এবং কর্নারিংয়ের সময় স্থিতিশীলতার অনেক ভালো অনুভ‚তি দেবে। মোটরসাইকেলটির আকার ২১৫০ এমএম দীর্ঘ, ৮৮৫ এমএম প্রস্থ এবং ১২৫০ এমএম উচ্চতা। একটি ট্রিপল-সিলিন্ডার ইঞ্জিনের এই নিকেন বাইকের কারিগরি সব তথ্য মিলানে ইআইসিএমএ শোতে প্রকাশ করা হবে বলে ধারণা করা হচ্ছে। তিন চাকার মোটর সাইকেলের ধারণা এই প্রথম নয়। ইউরোপে পিয়াজ্ঞো এর এমপি৩ স্কুটার খুবই জনপ্রিয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App