×

আন্তর্জাতিক

আজ থেকে ফের চালু হচ্ছে পাক-ভারত সমঝোতা ট্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০১৯, ০৩:৩৪ পিএম

আজ থেকে ফের চালু হচ্ছে পাক-ভারত সমঝোতা ট্রেন
আজ থেকে ফের চালু হচ্ছে পাক-ভারত সমঝোতা ট্রেন। উত্তেজনার জেরে কিছুদিন বন্ধ থাকার পর, রেল যোগাযোগ শুরু করতে যাচ্ছে উভয় দেশ। ভারতের রেল মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে, টাইমস অব ইন্ডিয়া। পাকিস্তানে আটক পাইলটকে মুক্তি দেয়ার পর এমন ঘোষণা এলো। ঐতিহাসিক সিমলা চুক্তির পর, ১৯৭৬ সালে চালু হওয়া ট্রেন, সমঝোতা এক্সপ্রেস গেলো বৃহস্পতিবার বন্ধ হয়ে যায়। তবে আজ রবিবার (৩ মার্চ) দিল্লি থেকে পাকিস্তানের উদ্দেশে রাওনা দিচ্ছে সমঝোতা এক্সপ্রেস এবং আগামী সোমবার (৪ মার্চ) এটি ভারতের উদ্দেশে রওনা হবে। এদিকে কয়েকদিন বন্ধ থাকার পর আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করেছে পাকিস্তান। ভারতের হামলার আশঙ্কায় বন্ধ করে দেয়া হয়েছিল আন্তর্জাতিক ফ্লাইট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App