×

বিনোদন

অপ্রিয় রাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০১৯, ০৫:১০ পিএম

অপ্রিয় রাত
মেহজাবিন চৌধুরীর সঙ্গে ইরফান সাজ্জাদ কয়েকটি ভালো ভালো নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আবুল হায়াতের ‘অমৃতাক্ষর’, মাবরুর রশীদ বান্নাহর ‘হঠাৎ নীরার জন্য’, ‘তুমি আমি আমরা’ এবং আশিকুর রহমানের ‘আর কোনো অপেক্ষা নেই’। এসব নাটকে দুজনের অনবদ্য অভিনয় দেখেছেন দর্শক। এবার সাজ্জাদ ও মেহজাবিন একেবারেই ভিন্ন ধরনের একটি গল্পের নাটকে অভিনয় করেছেন। তরুণ নাট্য নির্মাতা অভ্র মাহমুদের নির্দেশনায় তারা দুজন ‘অপ্রিয় রাত’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়ণের কাজ শেষ হয়েছে। নাটকটির গল্প লিখেছেন মুনতাহা। এতে অভিনয় প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘এর আগে অভ্রর নির্দেশনায় বিবাহ প্রস্তাব নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। অপ্রিয় রাত তার নির্দেশনায় আমার দ্বিতীয় কাজ। মেহজাবিনের সঙ্গে আমার করা প্রতিটি কাজই দর্শকপ্রিয়তা পেয়েছে। তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটাও বেশ দারুণ। যে কারণে তার সঙ্গে কাজ করতে আমি অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।’ মেহজাবিন বলেন, ‘অভ্রর নির্দেশনায় এবারই আমার প্রথম কাজ করা। অভ্র চেষ্টা করেছেন গুছিয়ে কাজটি করতে। সাজ্জাদ ভাইয়ের সঙ্গে এ কাজটি দর্শকের কাছে আশা করছি উপভোগ্য হবে।’ অভ্র মাহমুদ জানান মার্চ মাসেই তার নির্মিত ‘অপ্রিয় রাত’ নাটকটি আরটিভিতে প্রচার হবে। এদিকে গেলো ভালোবাসা দিবসে তার অভিনীত ‘ফার্স্ট লাভ’, ‘ছোট্ট পাখির বাসা’ এবং ‘আন এক্সপেক্টেড স্টোরি’ দর্শকপ্রিয়তা পায়। ভালোবাসা দিবসে ইরফান সাজ্জাদ অভিনীত ‘রোমিও মাস্ট ডাই’ নাটকটি আলোচনায় আসে। এতে তার বিপরীতে ছিলেন তিশা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App